Bootstrap Image Preview
ঢাকা, ০৬ রবিবার, জুলাই ২০২৫ | ২২ আষাঢ় ১৪৩২ | ঢাকা, ২৫ °সে

কুমিল্লায় ৪৯ শহীদ পুলিশ সদস্যের পরিবারকে সম্মাননা

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ০২ মার্চ ২০১৯, ১০:৪৭ AM
আপডেট: ০২ মার্চ ২০১৯, ১০:৫৯ AM

bdmorning Image Preview


‘কর্তব্যের তরে করে গেলে যারা আত্মবলিদান প্রতি ক্ষণে স্মরি রাখিব ধরি তোমাদের সম্মান’ প্রতিপাদ্যে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভার মধ্যদিয়ে কুমিল্লায় পালিত হয়েছে পুলিশ মেমোরিয়াল ডে’। 

শুক্রবার (১ মার্চ) বেলা ১১টার দিকে কুমিল্লা পুলিশ লাইন্স মিলনায়তনে জেলা পুলিশ প্রশাসনের উদ্যোগে অনুষ্ঠানের আয়োজন করে।

মহান মুক্তিযুদ্ধে দেশের বিভিন্ন স্থানে কর্মরত অবস্থায় কুমিল্লা জেলার স্থায়ী বাসিন্দা ৪৯ জন শহীদ পুলিশ সদস্যের পরিবারকে সংবর্ধনা ও সম্মাননা স্মারক প্রদান করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে  উপস্থিত ছিলেন কুমিল্লা সদর আসনের এমপি আ ক ম বাহাউদ্দিন বাহার। কুমিল্লা পুলিশ সুপার সৈয়দ নূরুল ইসলামের সভাপতিত্বে সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা প্রশাসক মো. আবুল ফজল মীর, শিক্ষাবিদ প্রফেসর আমীর আলী চৌধুরী। এর আগে একটি বর্ণাঢ্য র্যালি নগরীর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। এতে জেলা ও পুলিশ প্রশাসনের সকল স্তরের কর্মকর্তা এবং সুশীল সমাজের নেতৃবৃন্দ অংশগ্রহণ করেন।

Bootstrap Image Preview