Bootstrap Image Preview
ঢাকা, ০২ শুক্রবার, মে ২০২৫ | ১৯ বৈশাখ ১৪৩২ | ঢাকা, ২৫ °সে

দিনাজপুরে যুবকের ক্ষতবিক্ষত মৃতদেহ উদ্ধার

সোহেল রানা, দিনাজপুর প্রতিনিধি
প্রকাশিত: ০১ মার্চ ২০১৯, ০৭:০৯ PM
আপডেট: ০১ মার্চ ২০১৯, ০৭:০৯ PM

bdmorning Image Preview
প্রতীকী


দিনাজপুর জেলার বিরল উপজেলায় জাকির নামের এক যুবকের ক্ষতবিক্ষত মৃতদেহ উদ্ধার করেছে থানা পুলিশ।

শুক্রবার (১ মার্চ) বেলা ১১টায় উপজেলার কাঞ্চন রেলওয়ে ব্রিজের নিচে থেকে লাশটি উদ্ধার করা হয়। নিহত জাকির হোসেন দিনাজপুর সদর উপজেলার বালুয়াডাঙ্গা নতুনপাড়া এলাকার শামসুল আলমের ছেলে।

পুলিশ জানায়, সকালে জাকিরের ক্ষতবিক্ষত লাশ দেখতে পেয়ে স্থানীয়রা পুলিশকে খবর দেন। পুলিশ ঘটনাস্থলে গিয়ে নিহতের লাশ উদ্ধার করে সুরতহাল প্রতিবেদন তৈরি করে। পরে ময়নাতদন্তের  জন্য লাশটি মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়। নিহতের ঘাড়, হাত ও পাসহ শরীরের বিভিন্ন স্থানে ধারালো অস্ত্রের কোপের চিহ্ন রয়েছে।

Bootstrap Image Preview