Bootstrap Image Preview
ঢাকা, ০৪ রবিবার, মে ২০২৫ | ২১ বৈশাখ ১৪৩২ | ঢাকা, ২৫ °সে

সাভারে সড়ক দুর্ঘটনায় যুবক নিহত

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ০১ মার্চ ২০১৯, ০৬:৪১ PM
আপডেট: ০১ মার্চ ২০১৯, ০৬:৪১ PM

bdmorning Image Preview
প্রতীকী


সাভারে সড়ক দুর্ঘটনায় রোমন হোসেন রাকিব (২২) নামের এক যুবক নিহত হয়েছে।

শুক্রবার (১ মার্চ) সকালে ঢাকা-আরিচা মহাসড়কের সাভার বাসস্ট্যন্ডে এই দুর্ঘটনা ঘটে। নিহতের মো. রোমন নওগাঁ জেলার সর থানার কেশবপুর গ্রামের মো. গোলজার হোসেনের ছেলে। বর্তমানে সাভারের ডগরমোড়া এলাকায় বসবাস করতেন ও নেসলে কোম্পনীতে বিক্রয় প্রতিনিধি হিসেবে কর্মরত ছিলেন।

এ বিষয়ে সাভার মডেল থানার অফিসার্স ইনচার্জ (ওসি) এএফএম সায়েদ বলেন, সকালে রোমন হোসেন রাকিব ও তার বন্ধুরা পিকনিকের উদ্দেশ্যে রওনা হয় এবং মোবাইলে কথা বলতে বলতে রাস্তা পার হওয়ার চেষ্টা করে।

এ সময় পিছন থেকে আসা কোন এক গাড়ি চাপা দিলে ঘটনাস্থলেই মারা যায় সে। পরে নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য  সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। সেই সাথে গাড়িটি সনাক্তের চেষ্টা চলছে বলে জানিয়েছেন তিনি।

Bootstrap Image Preview