রাজশাহীর গোদগাড়ীতে সড়ক দুর্ঘটনায় সুদানা (৬৯) নামে এক ভারতীয় নারী নিহত হয়েছেন।
শুক্রবার সকালে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ওই নারী মারা যান।
জানা যায়, ভারতের মুর্শিদাবাদ থেকে তিনি রাজশাহীতে মেয়ের বাড়িতে বেড়াতে এসেছিলেন। পথে গোদাগাড়ীতে সড়ক দুর্ঘটনার শিকার হোন তিনি। এরপর তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। শুক্রবার সকাল ৯টার দিকে তিনি মারা যান।
গোদাগাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহাঙ্গীর আলম জানান, বৃহস্পতিবার রাত ১১টার দিকে সুদানা গোদাগাড়ী থেকে অটোরিকশায় উপজেলার বাঙ্গাবাড়ি এলাকার মেয়ে জামাই আসাদুল ইসলামের বাড়ি যাচ্ছিলেন। সুদানার মেয়ের নাম জহুরা খাতুন।পথে চার্জার অটোরিকশার চাকার সঙ্গে ওড়না পেঁচিয়ে গিয়ে সুদানা আহত হোন। পরে তাকে হাসপাতালে নেওয়া হলে শুক্রবার সকালে মারা যান তিনি।