Bootstrap Image Preview
ঢাকা, ০৭ বুধবার, মে ২০২৫ | ২৪ বৈশাখ ১৪৩২ | ঢাকা, ২৫ °সে

বালিয়াডাঙ্গীতে প্রথম ভোটার দিবস পালিত

বালিয়াডাঙ্গী (ঠাকুরগাঁও) প্রতিনিধি 
প্রকাশিত: ০১ মার্চ ২০১৯, ১২:০৫ PM
আপডেট: ০১ মার্চ ২০১৯, ১২:০৫ PM

bdmorning Image Preview


'ভোটার হব, ভোট দিব' এ প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে সারাদেশের ন্যায় প্রথম বারের মত ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গীতে জাতীয় ভোটার দিবস উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

আজ  শুক্রবার সকালে উপজেলা নির্বাচন অফিসের আয়োজনে উপজেলা পরিষদ চত্বর থেকে বের হয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে একই এলাকায় শেষে শেষ হয়। পরে উপজেলা পরিষদ অডিটরিয়াম হলে আলেচনা সভায় উপজেলা নির্বাচন কর্মকর্তা শামসুল আযমের সভাপতিত্বে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার মাসুদুর রহমান মাসুদ, উপজেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা সামিয়েল মার্ডি, উপজেলা পরিসংখ্যান অফিসার ওমর ফারুক, উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা রঞ্জিত বর্মন, সরকারি শহীদ আকবর আলী কলেজের প্রভাষকবৃন্দ এবং স্থানীয় গনমাধ্যম কর্মীরা উপস্থিত ছিলেন।

আলোচনা সভায় বক্তারা ভোটারদের ভোট প্রদানে সচেতনতা বৃদ্ধি, জাতীয় পরিচয় পত্রের গুরুত্ব জাতীয় পরিচয়পত্র সংক্রান্ত বিভিন্ন পরামর্শ প্রদান করেন।

উল্লেখ্য, বালিয়াডাঙ্গী উপজেলায় ১ লক্ষ ৩৬ হাজার ৯শত একত্রিশ জন ভোটার রয়েছে। এছাড়াও আজ ১লা মার্চ থেকে ভোটার তালিকা হালনাগাদ কার্যক্রম শুরু হয়েছে। 

Bootstrap Image Preview