Bootstrap Image Preview
ঢাকা, ১৩ মঙ্গলবার, মে ২০২৫ | ২৯ বৈশাখ ১৪৩২ | ঢাকা, ২৫ °সে

পাক-ভারত যুদ্ধ নিয়ে নিজের অবস্থান জানালেন সেতুমন্ত্রী ওবায়দুল কাদের

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ২৮ ফেব্রুয়ারী ২০১৯, ০৪:৪৮ PM
আপডেট: ২৮ ফেব্রুয়ারী ২০১৯, ০৪:৪৯ PM

bdmorning Image Preview
সংগৃহীত


পাকিস্তান-ভারতের উদ্ভূত পরিস্থিতি সম্পর্কে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, আমরা যুদ্ধ চাই না। শান্তি চাই। তবে কোনো প্রকার সন্ত্রাসকে বাংলাদেশ সমর্থন করে না।

মূলত আজ বৃহস্পতিবার(২৮ ফেব্রুয়ারি) দুপুরে নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে কাঁচপুর ও মেঘনা এই দুটি সেতুর কাজের অগ্রগতি পরিদর্শন করে সাংবাদিকদের সাথে এসব কথা বলেন ওবায়দুল কাদের।

মন্ত্রী জানান, প্রায় ৯শ’ কোটি টাকা ব্যায়ে নির্মিত কাঁচপুর দ্বিতীয় সেতুর নির্মাণ কাজ ইতোমধ্যেই শেষ হয়েছে। মার্চ মাসের ১০ তারিখে প্রধানমন্ত্রী ভিডিও কনফারেন্সের মাধ্যমে কাঁচপুরের দ্বিতীয় সেতুর উদ্বোধন করবেন। মেঘনা দ্বিতীয় সেতুর উদ্বোধন হবে মে মাসে। এবং ঈদের আগেই গোমতী দ্বিতীয় সেতুর উদ্বোধন হবে। তিনটি সেতুর নির্মাণ ব্যায় সাড়ে ৮ হাজার কোটি টাকা।

কাজের অগ্রগতি পরিদর্শণ শেষে মন্ত্রী সাংবাদিকদের প্রশ্নের উত্তরে কারাগারে বেগম জিয়ার চিকিৎসা ও চলমান সিটি নির্বাচনে ভোটার উপস্থিতি কম কেন এই ব্যাপারেও কথা বলেন।

Bootstrap Image Preview