বিশ্ব বিখ্যাত কোমল পানীয় কোম্পানি কোকাকোলার বিভিন্ন বিজ্ঞাপনে বাংলা ভাষার বিকৃত শব্দ কেন ব্যবহার করা হচ্ছে— তা জানতে চেয়ে হাইকোর্টে একটি রিট আবেদন করা হয়েছে।
বুধবার হাইকোর্টের বিচারপতি এফ আর এম নাজমুল আহসান ও বিচারপতি কে এম কামরুল কাদের-এর সমন্বয়ে গঠিত বেঞ্চে আইনজীবী মনিরুজ্জামান এই রিট আবেদনটি করেন।
রিটকারী মনিরুজ্জামান রানা বলেন, কোকাকোলার বোতলের লেভেলে বাংলায় কিছু বাক্য বিকৃতভাবে ব্যবহার করা হচ্ছে। ভোক্তারা বিশেষ করে শিশু-কিশোররা এটি কিনতে গিয়ে এসব ভাষা বিকৃতভাবে বলছে, যা কাম্য নয়। এছাড়া দেশের বাইরেও ভাষা বিকৃতির বিজ্ঞাপনের এই পণ্য বিক্রি হচ্ছে। এতে করে বাংলা ভাষার অমর্যাদা হচ্ছে।
ডেপুর্টি অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার এবিএম আব্দুল্লাহ আল মাহমুদ বাশার বিষয়টি নিশ্চিত করে বলেন, টেলিভিশন ও প্রিন্ট মিডিয়ায় কোকাকোলা বেভারেজ কোম্পানির বিজ্ঞাপন দেয়ার সময় বাংলা ভাষায় একই শব্দের কয়েকটি অর্থযুক্ত বিভিন্ন বাক্য ব্যবহার করা হয়; যা বাংলা ভাষার বিকৃতি ও শ্রীহীন মনে হয়। এমনকি কুরুচিরও প্রকাশ পায়।