Bootstrap Image Preview
ঢাকা, ১৪ বুধবার, মে ২০২৫ | ৩১ বৈশাখ ১৪৩২ | ঢাকা, ২৫ °সে

আমার মনে হয় ভোটাররা নির্বাচন থেকে মুখ ফিরিয়ে নিয়েছে: শাফিন

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ২৮ ফেব্রুয়ারী ২০১৯, ০২:০৫ PM
আপডেট: ২৮ ফেব্রুয়ারী ২০১৯, ০২:১৭ PM

bdmorning Image Preview


ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের মেয়র নির্বাচনে ভোটারদের উপস্থিতি লক্ষণীয়ভাবে কম মন্তব্য করে জাপার মেয়র প্রার্থী শাফিন বলেছেন, আমি ১২টা ২০ এ আমরা ভোট দিলাম এর আগে আমি বেশ কয়েকটা কেন্দ্র দেখে এসেছি, সবগুলো কেন্দ্রেই ভোটার উপস্থিতি ছিল খুবই কম।

তিনি বলেন, 'কিছু কেন্দ্রে গিয়ে অনিয়মও দেখে এসেছি,  আমরা অনিয়মের কিছু প্রমাণও পেয়েছি, বাকি দিনটাতে আমি দেখতে চাই আমি আরও কেন্দ্রে যাবো, সবগুলি কেন্দ্র দেখে আমি আপনাদের একটা সঠিক মতামত দিতে পারবো।

এক প্রশ্নের জবাবে সাফিন বলেন, 'হতাশ হওয়ার এখনও সময় হয় নি। আমি মনে করি মাত্র দিন শুরু হয়েছে লোকজন একটু আস্তে ধীরে আসা শুরু করছে দেখা যাক পরবর্তীতে কি হয়।

তিনি বলেন, ভোটার উপস্থিতি লক্ষনীয়ভাবে কম, কেন কম তার ব্যখ্যা দিতে পারছি না তবে ভোটারদের সারা কম। কম ভোটার মানে ভোটে আগ্রহ কম এ দেশে আসলে আগে অনেক ভোটে অনিয়ম হয়েছে।

শেষ পর্যন্ত ভোটের মাঠে থাকছেন কি না এ প্রশ্নের জবাবে বলেন, দেখা যাক না এখনও তো অর্ধেক দিন আছে।

গতকয়েকটি নির্বাচনে অনেক অনিয়ম হয়েছে। আমার মনে হয় ভোটাররা নির্বাচন থেকে মুখ ফিরিয়ে নিয়েছে। তারা হয়তো মনে করেন তাদের ভোটের আসলে কোন মূল্য নেই।

Bootstrap Image Preview