Bootstrap Image Preview
ঢাকা, ০২ শুক্রবার, মে ২০২৫ | ১৯ বৈশাখ ১৪৩২ | ঢাকা, ২৫ °সে

চুয়াডাঙ্গায় ৩০ সেকেন্ডের দমকা হাওয়ায় শিক্ষা প্রতিষ্ঠান ও ফসলের ব্যাপক ক্ষতি

শামসুজ্জোহা পলাশ, চুয়াডাঙ্গা প্রতিনিধি
প্রকাশিত: ২৮ ফেব্রুয়ারী ২০১৯, ১১:৩৬ AM
আপডেট: ২৮ ফেব্রুয়ারী ২০১৯, ১১:৩৬ AM

bdmorning Image Preview


গুঁড়ি গুঁড়ি বৃষ্টির মধ্যে মাত্র ৩০ সেকেন্ডের দমকা হাওয়ায় চুয়াডাঙ্গা জেলা শহরসহ আসে পাশের এলাকার কাচা-পাকা ঘরবাড়ি, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানসহ ফসলের ব্যাপক ক্ষতি হয়েছে। দমকা হাওয়ায় শিক্ষা প্রতিষ্ঠানের টিনের চালা উড়ে যাওয়ায় শিক্ষার্থীদের ক্লাস করা নিয়ে দুশ্চিন্তায় পড়েছে অভিভাবকেরা।

স্থানীয় সূত্র ও অভিভাবকেরা জানান, বুধবার (২৭ ফেব্রুয়ারি) দুপুর আড়াইটা থেকে চুয়াডাঙ্গায় শুরু হয় গুড়ি গুড়ি বৃষ্টি। হঠাৎ করেই বিকেল ৫ টার দিকে দমকা হাওয়ায় শহরের বেশ কয়েকটি দোকান, টিনের বাড়ি, প্রাথমিক বিদ্যালয়সহ অনেক প্রতিষ্ঠান দুমড়ে মুচড়ে যায়। দমকা হাওয়ায় উড়ে যায় শহরের মাষ্টার পাড়া প্রাথমিক বিদ্যালয়ের টিনের চালা। এছাড়া আশে পাশের বেশ কয়েকটি শিক্ষা প্রতিষ্ঠানের উপরের টিনের চালা দুমড়ে মুচড়ে গিয়েছে।

ঝড়ে ক্ষতিগ্রস্থ শিক্ষা প্রতিষ্ঠানগুলো দ্রুত মেরামত করার জন্য জনপ্রতিনিধিসহ সংশ্লিষ্ঠ কর্তৃপক্ষে হস্তক্ষেপ কামনা করেছেন অভিভাবক মহল।

এদিকে শহরের মাষ্টার পাড়া প্রাথমিক বিদ্যালয়ের টিনের চালা উড়ে যাওয়ার সংবাদ শুনে বৃষ্টি উপেক্ষা করে নিজেদের স্কুলটি দেখতে আসা ছোট ছোট শিশু শিক্ষার্থীরা বলেন, আমাদের স্কুলটি ভেঙে যাওয়ায় কাল থেকে আর আমরা ক্লাস করতে পারব না। আমরা আমাদের স্কুলটাকে আবার ফেরত চাই। 

Bootstrap Image Preview