Bootstrap Image Preview
ঢাকা, ১২ সোমবার, মে ২০২৫ | ২৮ বৈশাখ ১৪৩২ | ঢাকা, ২৫ °সে

সুষমা স্বরাজ অংশ নিলে ওআইসির বৈঠকে যাবো না, তুরস্কও একমত: পাকিস্তান

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ২৭ ফেব্রুয়ারী ২০১৯, ০৮:৩৮ PM
আপডেট: ২৭ ফেব্রুয়ারী ২০১৯, ০৮:৩৮ PM

bdmorning Image Preview


আবুধাবিতে ওআইসির আসন্ন বৈঠকে ভারতীয় পররাষ্ট্রমন্ত্রী সুষমা স্বরাজকে বক্তব্য দেয়ার সুযোগ দেয়া হলে তাতে অংশ নেবে না পাকিস্তান।

বুধবার পাকিস্তানের টিভি চ্যানেল জি নিউজের ‘জিয়ো পাকিস্তান’ অনুষ্ঠানে অংশ নিয়ে দেশটির পররাষ্ট্রমন্ত্রী মাহমুদ কোরাইশী এ ঘোষণা দেন।

মাহমুদ কোরাইশী বলেন, ওআইসির আসন্ন বৈঠকে ভারতীয় পররাষ্ট্রমন্ত্রী সুষমা স্বরাজকে বক্তব্য দেয়ার সুযোগ দেয়া হলে আমরা তাতে অংশ নেবো না। এ বিষয়ে তুরস্কও আমাদের সঙ্গে একমত হয়েছে। আজ তুর্কি পররাষ্ট্রমন্ত্রী মেভলুত চাভুসওগ্লুর সঙ্গে আমার টেলিফোনে কথা হয়েছে। তুরস্ক দ্বিধাহীনভাবে পাকিস্তানের পাশে দাঁড়ানোর ঘোষণা দিয়েছে।’

পাক পররাষ্ট্রমন্ত্রী আরও বলেন, তুর্কি পররাষ্ট্রমন্ত্রী বলেছেন, তুরস্ক মনে করে ভারত মুসলিম ভ্রাতৃত্ববোধের বিরুদ্ধে লড়াই করার চেষ্টা করছে। তাই সুষমা স্বরাজের ওআইসির বৈঠকে অংশগ্রহণের কোনো অধিকার নেই।

সুষমা স্বরাজের কারণে ওআইসির সম্মেলনে অংশগ্রহণ না করলে ওআইসির সঙ্গে সম্পর্কের কোনো অবনতি হবে না জানিয়ে পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী বলেন, ওআইসি বা তার সদস্য অন্য দেশগুলোর সঙ্গে আমাদের কোনো মতবিরোধ নেই। আমাদের আপত্তি শুধু সুষমা স্বরাজের অংশগ্রহণের বিষয়ে। যদি তিনি ওআইসির বৈঠকে অংশ নেন, তাহলে আমি ওই বৈঠকে যাবো না।

জাতিসংঘের মহাসচিব অ্যান্তনিও গুতেরেসও তাকে ফোন করে বর্তমান পরিস্থিতিতে উদ্বেগ ও পাকিস্তানের শান্তিপূর্ণ অবস্থানকে সমর্থন জানিয়েছেন বলে জানান পাক পররাষ্ট্রমন্ত্রী।

ভারত পরিস্থিতিকে উত্তপ্ত করতে চাচ্ছে অভিযোগ করে তিনি বলেন, সাধারণ নির্বাচনের আগ মুহূর্তে উত্তপ্ত পরিস্থিতির সুযোগ নিতে চায় ভারত সরকার। এমন কাজের মাধ্যমে বিরোধীপক্ষ ও সাধারণ জনগণকে তারা বোকা বানাচ্ছে। ভারতকে মোকাবেলা করার পূর্ণ শক্তি পাকিস্তানের রয়েছে এবং পাকিস্তানের জনগণও এ ব্যাপারে একমত।

Bootstrap Image Preview