ভারতীয় বিমানবাহিনীর নিখোঁজ উইং কম্যান্ডার অভিনন্দনকে নিয়ে বাড়ছে দেশবাসীর উদ্বেগ। তিনি যাতে নিরাপদে দেশে ফিরে আসেন, সোশ্যাল মিডিয়া জুড়ে এখন সেই বার্তাই দিচ্ছেন দলমত নির্বিশেষে দেশের রাজনৈতিক নেতারা। এরই মধ্যে পাকিস্তানের ডেপুটি হাই কমিশনারকে পররাষ্ট্রমন্ত্রণালয়ে ডেকে পাঠাল নয়াদিল্লি। ভারতীয় গণমাধ্যম আনন্দবাজার খবর থেকে জানা যায়।
খবরে আরও জানা যায়, এর কিছুক্ষণ পরই পাকিস্তান জানায়, তাঁদের হাতে এক জন ভারতীয় পাইলট বন্দি। যদিও সকাল থেকে পাকিস্তান দাবি করে আসছিল দু’জন ভারতীয় পাইলট তাঁদের হেফাজতে আছেন। এক জন পাইলটের ভিডিয়ো প্রকাশ করার পাশাপাশি তারা জানিয়েছিল, আরও এক পাইলটকে ভর্তি করা হয়েছে হাসপাতালে। যদিও প্রায় একশো আশি ডিগ্রি ঘুরে বিকেলের মধ্যেই পাল্টে গেল পাকিস্তানের দাবি।
পাক সেনার মুখপাত্র মেজর জেনারেল আসিফ গফুর টুইট করেন, ‘সামরিক রীতিনীতি মেনেই উইং কম্যান্ডার অভিনন্দনকে পাক হেফাজতে রাখা হয়েছে।’
ভারতের এক জন উইং কম্যান্ডার নিখোঁজ, দুপুরেই এই কথা জানায় পররাষ্ট্রমন্ত্রী। এর পরই দিল্লী ডেকে পাঠানো হয় পাকিস্তানের ডেপুটি হাই কমিশনার সৈয়দ হায়দর শাহকে। খবর পাঠানোর কিছু ক্ষণের মধ্যেই তিনি হাজির হন পররাষ্ট্রমন্ত্রীর দপ্তরে । তাঁর সঙ্গে আলোচনায় বসেন পররাষ্ট্রমন্ত্রীর কর্মকর্তারা। বৈঠকে কী আলোচনা হয়েছে, তা নিয়ে বিস্তারিত এখনও জানা যায়নি।
যদিও বিভিন্ন সূত্রের দাবি, ভারতের বিমান আক্রমণ ছিল পাকিস্তানের মাটিতে জঙ্গি ঘাঁটি লক্ষ্য করে, কিন্তু পাকিস্তান ভারতের সামরিক ঘাঁটি লক্ষ্য করে হামলা চালিয়েছে, ইসলামাবাদকে এই বার্তাই জানিয়েছে নয়াদিল্লি।
এর কিছু ক্ষণ আগেই পাক প্রধানমন্ত্রী ইমরান খান ভারতকে আলোচনায় বসার আবেদন জানান। পাক টেলিভিশনে তিনি জানান, ভারত যদি আলোচনা শুরু করে, তা হলে তিনি সেই আলোচনায় সব রকমের সহযোগিতা করবেন।
এ দিকে নিখোঁজ উইং কম্যান্ডার অভিনন্দনকে নিয়ে সারা দেশে বাড়ছে উদ্বেগ। নিখোঁজ কম্যান্ডার নিরাপদে দেশে ফিরে আসবেন, টুইট করেছেন কংগ্রেস সভাপতি রাহুল গাঁধী।
সমাজবাদী পার্টির নেতা অখিলেশ যাদবও জানিয়েছেন, সারা দেশ আজ ঐক্যবদ্ধ। কম্যান্ডার অভিনন্দন যাতে নিরাপদে দেশে ফিরে আসেন, তাই নিয়ে টুইটও করেন অখিলেশ।