Bootstrap Image Preview
ঢাকা, ১৪ বুধবার, মে ২০২৫ | ৩১ বৈশাখ ১৪৩২ | ঢাকা, ২৫ °সে

পাকিস্তানে ‘হামলা’র খবর পড়তে অস্ত্র নিয়ে লাইভে সংবাদ পাঠক

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ২৭ ফেব্রুয়ারী ২০১৯, ০৮:৩৩ PM
আপডেট: ২৭ ফেব্রুয়ারী ২০১৯, ০৮:৩৩ PM

bdmorning Image Preview


পাকিস্তানে ‘হামলা’র খবর পড়তে উপস্থাপককে অদ্ভুত সাজে সাজিয়েছে তেলেঙ্গানার বেসরকারি টিভি চ্যানেল টিভি৯। উপস্থাপককে সেনাবাহিনীর পোশাক পরিয়ে, হাতে খেলনা বন্দুক ধরিয়ে খবর পড়িয়েছে ভারতের ওই চ্যানেলটি।

একজন সংবাদপাঠক কী পোশাক পরে, কীভাবে সংবাদ পড়বেন তার স্বতঃসিদ্ধ কোনো নিয়ম নেই। কিন্তু সংবাদের নিরপেক্ষতা বজায় রাখা এবং অঙ্গভঙ্গি নিয়ন্ত্রণে রাখার বাধ্যবাধকতা সব সময় থাকে।

এই টিভি চ্যানেলটি এমন অদ্ভুত কাজ আগেও করেছে।

কিংবদন্তি নায়িকা শ্রীদেবী মারা যাওয়ার পর ‘বিশেষজ্ঞ প্রতিবেদনে’র নাম করে বিতর্কিত কয়েকটি তথ্য উপস্থাপন করে। ওই সময় বাথটাবে বসেও খবর পড়তে দেখা যায় একজন উপস্থাপিকাকে।

প্রসঙ্গত, গতকাল মঙ্গলবার পাকিস্তানের বালাকোটে কথিত জইশ-ই-মুহাম্মদের ঘাঁটিতে হামলা চালায় ভারত। হামলার পর দেশটি দাবি করছে, ২০০-৩০০ জন জঙ্গি আহত হয়েছেন। আর পাকিস্তান বলছে ফাঁকা জঙ্গলে হামলা চালিয়েছে ভারত। সেখান থেকে গত একদিনের ব্যবধানে দুই দেশের অবস্থা যুদ্ধকালীন পরিস্থিতির মতো।

Bootstrap Image Preview