Bootstrap Image Preview
ঢাকা, ০৯ শুক্রবার, মে ২০২৫ | ২৬ বৈশাখ ১৪৩২ | ঢাকা, ২৫ °সে

বলিউড সিনেমায় গাইবেন আসিফ আকবর

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ২৭ ফেব্রুয়ারী ২০১৯, ০৭:৫১ PM
আপডেট: ২৭ ফেব্রুয়ারী ২০১৯, ০৭:৫৪ PM

bdmorning Image Preview


বাংলা গানের যুবরাজ আসিফ আকবর। গান দিয়ে তার জনপ্রিয়তা দেশের প্রান্ত ছাড়িয়ে গেছে। বাংলাদেশ ছাড়াও ভারতের পশ্চিমবঙ্গ, আসামে তৈরি হয়েছে তার অগণিত ভক্ত। এবার ‘হাঞ্চ’ নামের একটি বলিউড সিনেমায় গাইবেন তিনি।

গেল মঙ্গলবার সন্ধ্যায় রাজধানীর মগবাজারে এক সংবাদ সম্মেলনের মাধ্যমে ভারতের গ্রীবস মিউজিকের ব্যানারে আসিফ আকবরের নতুন গান ‘অভিনয়’ মুক্তি পায়।

এসময় উপস্থিত ছিলেন আসিফ আকবর, দেবাশীষ বিশ্বাস, ইথুন বাবু, তরুণ মুন্সী, প্লাবন কোরেশীসহ অনেকে। গ্রীবস মিউজিকের পক্ষ থেকে ছিলেন ফরিদ উদ্দিন, শ্রী প্রীতম ও জাকির।

অনুষ্ঠানে নিজের নতুন গান ও বলিউডে গান করা প্রসঙ্গে আসিফ আকবর বলেন, ‘শ্রী প্রীতমের সঙ্গে অনেকদিনের পরিচয়। তাকে প্রথমে দেখে আমার মনে হয়েছে তার মধ্যে নতুন কিছু আছে। তার সঙ্গে বেশ কিছু কাজ করেছি। বলিউড ছবিতে গাওয়ার বিষয়ে আমি ভড়কে যাই। আমার ছেলেকে বিষয়টি জানাই। যেহেতু সে বড় হয়েছে। তার সঙ্গে অনেক কিছু ভাগাভাগি করি। সে আমাকে বলে বাবা ঠিক আছে। আমিও সম্মতি দিই।’

২০০১ সালের জানুয়ারি মাসের ঘটনা। রাজধানী ঢাকাসহ দেশের অলিগলিতে সুরের কম্পন তুলেছিল জনপ্রিয় সঙ্গীতশিল্পী আসিফ আকবরের ‘ও প্রিয়া তুমি কোথায়’ গানটি। মুক্তির পর থেকে আলোচিত হয়েছিল এই গানের অ্যালবাম। একে একে বিক্রি হয় ৬০ লাখেরও বেশি অ্যালবাম। যা আসিফ আকবরকে তৈরি করেছে বাংলা গানের রাজপুত্ররূপে। ইতোমধ্যে ক্যারিয়ারের উনিশ বছর পার করেছেন আসিফ আকবর। সঙ্গীতপ্রিয়দের এখনও উপহার দিচ্ছেন জনপ্রিয় গান।

Bootstrap Image Preview