Bootstrap Image Preview
ঢাকা, ০৫ সোমবার, মে ২০২৫ | ২২ বৈশাখ ১৪৩২ | ঢাকা, ২৫ °সে

চৌহালী উপজেলা পরিষদ নির্বাচনে ব্যস্ত সময় পার করছেন প্রার্থীরা

চৌহালী (সিরাজগঞ্জ) প্রতিনিধি
প্রকাশিত: ২৭ ফেব্রুয়ারী ২০১৯, ০৪:৩৬ PM
আপডেট: ২৭ ফেব্রুয়ারী ২০১৯, ০৪:৩৬ PM

bdmorning Image Preview


সিরাজগঞ্জের চৌহালী উপজেলা পরিষদ নির্বাচনের আর মাত্র ১২দিন বাকী । এরই মধ্যে প্রচারণায় মুখরিত হয়ে উঠেছে পুরো চৌহালী সদর সর চর অঞ্চলবাসী। দিন যতই ঘনিয়ে আসছে প্রার্থীরা ততই ভোটের মাঠে ঝাপিয়ে পড়েছেন ভোট সংগ্রহের জন্য। কে হবেন চেয়ারম্যান, কেইবা হবেন ভাইস ও মহিলা ভাইস চেয়ারম্যান৷ সেটা দেখার জন্য অধীর আগ্রহ নিয়ে ১০ মার্চ পযন্ত অপেক্ষার প্রহর গুনছে এই উপজেলার প্রতিটি মানুষ।

এদিকে প্রার্থীরা প্রতিদিন তাদের বরাদ্দকৃত প্রতীক নিয়ে গণসংযোগ, মিছিল, মিটিং ও আলোচনা সভাসহ বিভিন্ন প্রকার নির্বাচনী প্রচারণা নিয়ে ব্যস্ততার মাঝে সময় কাটাচ্ছেন এবং ভোটারদের দিচ্ছেন নানা প্রতিশ্রুতি।

উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে ২ জন প্রার্থী। আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করছেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোঃ ফারুক সরকার, স্বতন্ত্র প্রার্থী হিসাবে দোয়াত কলম প্রতীক নিয়ে সাবেক উপজেলা চেয়ারম্যান মেজর (অবঃ) আব্দুলাহ আল-মামুন। ভাইস-চেয়ারম্যান (পুরুষ) পদে আছেন ৫ জন। তারা হলেন, মাইক প্রতীক নিয়ে মোল্ল্যা বাবুল আক্তার, টিউবওয়েল প্রতীক নিয়ে মাসুদ রানা (কামরুল মোল্ল্যা), টিয়াপাখি নিয়ে সাইফুল ইসলাম, চশমা প্রতীক নিয়ে রেজাউল করিম সরকার, তালা প্রতীক নিয়ে হাজী হুমায়ূন কবির চৌধুরী।

মহিলা ভাইস চেয়ারম্যান পদে ৩ জন। তারা হলেন, হাঁস প্রতীক নিয়ে সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান নাসরিন আক্তার, ফুটবল নিয়ে রাফেজা সুলতানা শেফালী, কলস প্রতীক নিয়ে রোমানা পারভীন।

চেয়ারম্যান পদ প্রার্থী উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ফারুক সরকার বলেন , আমি নির্বাচিত হলে কড়াল গ্রাসী যমুনা নদীর ভাঙ্গনের হাত থেকে চৌহালীকে রক্ষাসহ শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষার মান ফিরিয়ে আনা, রাস্তা নির্মাণ, যমুনা চরের মানুষের জীবন মান উন্নয়ন, গরীব মেধাবী ছাত্র/ছাত্রীদের বৃত্তি প্রদান করব। একই সাথে উপজেলাটিকে আধুনিক উপজেলা হিসেবে গড়ে তুলব ইনশাল্লাহ৷

চৌহালী উপজেলা নির্বাচন অফিসার ওমর ফারুক জানান, আমরা নির্বাচনের জন্য প্রস্তুত আছি তার জন্য সকল প্রকার প্রস্তুতি নিচ্ছি। নির্বাচন হবে সুষ্ঠু, অবাধ, নিরপেক্ষ এবং সবার কাছে গ্রহণযোগ্য এমন একটি নির্বাচন উপহার দিব চৌহালী চরঅঞ্চলবাসীকে।

Bootstrap Image Preview