Bootstrap Image Preview
ঢাকা, ১৫ বৃহস্পতিবার, মে ২০২৫ | ৩১ বৈশাখ ১৪৩২ | ঢাকা, ২৫ °সে

কাশ্মীরে একদিনে ২ যুদ্ধ বিমান হারিয়েছে ভারত

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ২৭ ফেব্রুয়ারী ২০১৯, ০১:৪১ PM
আপডেট: ২৭ ফেব্রুয়ারী ২০১৯, ০১:৪১ PM

bdmorning Image Preview


ভারত অধ্যুষিত জম্মু-কাশ্মীরে ভারতীয় বিমান বাহিনীর ২টি যুদ্ধবিমান বিধ্বস্ত হয়ে ২ পাইলট নিহত হয়েছে। এ ঘটনায় ১ ভারতীয় পাইলটকে গ্রেফতার করা হয়েছে। তবে দেশটির বিমান কর্তৃপক্ষ পাইলট নিহতের খবরে নিশ্চিত কিছু জানায়নি।

প্রতিবেদনে বলা হয়েছে, বুধবার সকালে জম্মু-কাশ্মীরের বুদগ্রাম জেলায় এ ঘটনা ঘটেছে। এতে শ্রীনগরের বিমান বন্দর বন্ধ করে দেওয়া হয়েছে।

পাক আইএসপিআরের মহাপরিচালক মেজর জেনারেল গফুর বলেছেন, ভারতের দুটি যুদ্ধবিমানে গুলি চালিয়ে ভূপাতিত করা হয়েছে। এছাড়া ভারতীয় বিমানের এক পাইলটকে গ্রেফতার করেছে পাক সেনাবাহিনী।

উল্লেখ্য, শ্মীরের পুলওয়ামায় হামলার জেরে পাকিস্তান ভারতের মধ্যে চরম উত্তেজনা বিরাজ করছে। এছাড়া কয়েকদিন আগে মুম্বাইয়ের একটি বিমানবন্দরে উড়ো ফোনে হুমকি দেওয়া হয়, বিমান ছিনতাই করে পাকিস্তানে গুম করা হবে।

এর আগে মঙ্গলবার রাতে ভারত নিয়ন্ত্রিত জম্মু ও কাশ্মীরের রাজৌরির নৌশেরা সেক্টরে আকাশসীমায় পাকিস্তানি যুদ্ধবিমান প্রবেশের খবর জানিয়েছে সংবাদসংস্থা পিটিআই। ভারতীয় বিমান বাহিনীর বিমানঘাঁটিগুলিকে সতর্ক করে, জারি করা হয় রেড অ্যালার্ট।

ভারতের তরফে পাকিস্তানের ওই যুদ্ধবিমানকে ফিরে যাওয়ার সংকেত দেওয়া হলেও ফিরে না যাওয়ায় যুদ্ধবিমানটিকে লক্ষ্য করে গুলি চালান ভারতীয় সেনারা। এরপর পাকিস্তানি যুদ্ধবিমানটি ফিরে যাওয়ার সময় পুঞ্চ ও রাজৌরি সেক্টরে বোমা বর্ষণ করে।

ধারণা করা হচ্ছে, ভারতের এয়ার স্ট্রাইকের জবাবের পাল্টা হামলা চালানোর চেষ্টা পাকিস্তান। ঘটনার পর ভারত কাশ্মীরের আকাশে সব ধরনের প্লেন চলাচলে নিষেধাজ্ঞা জারি করেছে বলে জানা গেছে।

Bootstrap Image Preview