Bootstrap Image Preview
ঢাকা, ০২ বুধবার, জুলাই ২০২৫ | ১৮ আষাঢ় ১৪৩২ | ঢাকা, ২৫ °সে

ফতুল্লায় বাস-ইজিবাইকের সংঘর্ষে নিহত ২

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ২৭ ফেব্রুয়ারী ২০১৯, ০১:২১ PM
আপডেট: ২৭ ফেব্রুয়ারী ২০১৯, ০১:২১ PM

bdmorning Image Preview


নারায়ণগঞ্জের ফতুল্লায় বাসের সঙ্গে ব্যাটারিচালিত ইজিবাইকের সংঘর্ষে ২ জন নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন আরও ৫ জন।

বুধবার সকাল সাড়ে ১০টার দিকে ঢাকা-নারায়ণগঞ্জ পুরাতন সড়কের পাগলা নৌবাহিনী ক্যাম্পের সামনে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- ফতুল্লার আলীগঞ্জের মৃত মোকলেছ শেখের ছেলে মোতাচ্ছের (৫০) ও আলী হোসেন (৫০)। আলী হোসেনের বিস্তারিত পরিচয় পাওয়া যায়নি।

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, সকাল সাড়ে ১০টার দিকে নারায়ণগঞ্জ থেকে ঢাকাগামী আনন্দ পরিবহনের একটি বাস ঢাকা-নারায়ণগঞ্জ পুরাতন সড়কের পাগলা নৌবাহিনী ক্যাম্পের সামনে পোঁছালে নারায়ণগঞ্জগামী একটি ব্যাটারিচালিত ইজিবাইকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই ইজিবাইকের দুই যাত্রী নিহত হন। এ সময় আরও পাঁচজন আহত হন। আহতদের উদ্ধার করে বিভিন্ন হাসপাতালে নিয়ে ভর্তি করা হয়।

ফতুল্লা মডেল থানা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) মঈনুল হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, বাসসহ চালক সোহাগকে আটক করা হয়েছে। নিহতদের মরদেহ উদ্ধার করে নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

Bootstrap Image Preview