Bootstrap Image Preview
ঢাকা, ১২ সোমবার, মে ২০২৫ | ২৯ বৈশাখ ১৪৩২ | ঢাকা, ২৫ °সে

নিজস্ব প্রতিরক্ষা জোরদারে রাশিয়া থেকে এস-৪০০ কিনবই: এরদোগান

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ২৭ ফেব্রুয়ারী ২০১৯, ১২:২০ PM
আপডেট: ২৭ ফেব্রুয়ারী ২০১৯, ১২:২০ PM

bdmorning Image Preview


রাশিয়ার কাছ থেকে এস-৪০০ ক্রয়ের চুক্তি থেকে তুরস্কের সরে আসার প্রশ্নই উঠে না বলে মন্তব্য করেছেন দেশটির প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোগান। এস-৪০০ ক্রয় এখন চূড়ান্ত পর্যায়ে রয়েছে বলেও জানিয়েছেন তিনি।

মঙ্গলবার তুরস্কের গণমাধ্যমে দেয়া এক সাক্ষাৎকারে একথা জানান এরদোগান।

তিনি বলেন, এস-৪০০ নিয়ে আর বিতর্কের সুযোগ নেই। রাশিয়া থেকে এই অস্ত্র কেনার বিষয়টি চূড়ান্ত হয়ে আছে। আমরা নিজস্ব প্রতিরক্ষা জোরদারের জন্য এটা কিনবই।

তবে যুক্তরাষ্ট্র থেকে প্যাট্রিয়ট কেনার বিষয়ে তুরস্ক আগ্রহী বলেও জানান এরদোগান। বলেন, যুক্তরাষ্ট্র কখনো তার ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা প্যাট্রিয়ট বিক্রি করতে চাইলে আঙ্কারা তাদের কাছ থেকেও তা কিনবে।এই পথ খোলা রাখল আঙ্কারা। তবে সেজন্য পরিবেশ তৈরি করতে হবে।

প্রসঙ্গত, যুক্তরাষ্ট্র প্রথম থেকেই রাশিয়ার কাছ থেকে তুরস্কের এস-৪০০ কেনার চুক্তির বিপক্ষে। দেশটিকে এই সিদ্ধান্ত পরিবর্তনের জন্য চাপও দিয়ে আসছে ওয়াশিংটন। তবে এরদোগান এর আগেও বলেছেন, তুরস্ক মার্কিন চাপের কাছে নতি স্বীকার করবে না।

এরপর রাশিয়া থেকে ২০১৯ এর মধ্যেই এস-৪০০ আনার চুক্তি করে তুরস্ক। ২০১৮ সালের ২৬ মে এ বিষয়ে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বলেন, এস-৪০০ কেনার ক্ষেত্রে তুরস্ককে বাধা দেয়ার কোনো অধিকার যুক্তরাষ্ট্রের নেই। ২০১৭ সালে তুরস্ক ও রাশিয়ার মধ্যে এস-৪০০ ক্রয় সংক্রান্ত চুক্তিটি সই হয়েছিল।

Bootstrap Image Preview