Bootstrap Image Preview
ঢাকা, ০৪ রবিবার, মে ২০২৫ | ২১ বৈশাখ ১৪৩২ | ঢাকা, ২৫ °সে

মনিরামপুরে ২৫ দাখিল পরীক্ষার্থী নিয়ে নৌকাডুবি, নিখোঁজ ১

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ২৬ ফেব্রুয়ারী ২০১৯, ০৩:৩৬ PM
আপডেট: ২৬ ফেব্রুয়ারী ২০১৯, ০৩:৩৬ PM

bdmorning Image Preview


যশোরের মনিরামপুরে দুর্যোগপূর্ণ আবহাওয়ায় ২৫ দাখিল পরীক্ষার্থী নিয়ে নৌকাডুবির ঘটনা ঘটেছে। এ সময় অন্যরা ২৪ জন সাঁতরে পার হলেও মৌসুমি খাতুন নামে এক পরীক্ষার্থীকে খুঁজে পাওয়া যাচ্ছে না।

আজ মঙ্গলবার(২৬ ফেব্রুয়ারি) সকাল ৯টার দিকে উপজেলার পারখাজুরা বাঁওড় পার হওয়ার সময় এ নৌকাডুবির ঘটনা ঘটে।

ঘটনার ঘটার সাথে সাথেই নিখোঁজ শিক্ষার্থী মৌসুমি খাতুনকে খুঁজার জন্য ৭টি জাল বাঁওড়ে নামানো হয়েছে। পাশাপাশি মনিরামপুর ফায়ার সার্ভিস ইউনিটের কর্মীরাও এই উদ্ধারকাজে অংশ নিয়েছেন।

নিখোঁজ মৌসুমি খতুন পারখাজুরা সিদ্দিকিয়া দাখিল মাদ্রাসা থেকে দাখিল পরীক্ষায় অংশ নিচ্ছিল। সে একই গ্রামের আবদুর রশিদের মেয়ে।

পারখাজুরা সিদ্দিকিয়া দাখিল মাদ্রাসার সুপার একেএম সিফাতুল্লাহ বলেন, উপজেলার রাজগঞ্জে কেন্দ্রে পরীক্ষায় অংশ নিতে প্রতিদিনের মতো ২৫ শিক্ষার্থী পারখাজুরা থেকে নৌকায় নলতাঘাটে যাচ্ছিল। নৌকা বাঁওড়ের মাঝখানে পৌঁছালে হঠাৎ দমকা হাওয়ায় নৌকাটি ডুবে যায়। এ সময় ২৪ শিক্ষার্থী সাঁতরে পাড়ে উঠতে সক্ষম হলেও মৌসুমি উঠতে পারেনি। বাকি শিক্ষার্থীরা পরীক্ষায় অংশ নিচ্ছে বলে তিনি জানান।

কেন্দ্র সচিব মাও. জাহাঙ্গীর আলম জানান, আজ বাংলা দ্বিতীয়পত্রের পরীক্ষা হচ্ছে। নিয়মিত পরীক্ষার্থীর মধ্যে ২২১৬২৮ রোল নম্বরধারী মৌসুমি খাতুন নামে একজন পরীক্ষার্থী অনুপস্থিত রয়েছে।

ইউএনও আহসান উল্লাহ শরিফী বলেন, নিখোঁজের সন্ধানে খুলনা থেকে প্রশিক্ষিত একটি ডুবুরি দল অংশ নিচ্ছে। এ ছাড়া নৌকাডুবির ঘটনার সঠিক তদন্ত করা হবে।

ফায়ার সার্ভিস কর্মকর্তা হুমায়ন কবীর জানান, তারা এখন পর্যন্ত মৌসুমি খাতুনের কোন সন্ধান পাননি।

Bootstrap Image Preview