Bootstrap Image Preview
ঢাকা, ১১ রবিবার, মে ২০২৫ | ২৭ বৈশাখ ১৪৩২ | ঢাকা, ২৫ °সে

নদী ভাঙ্গন রোধে তিন কিলোমিটার দীর্ঘ মানববন্ধন  

জাহিদুল ইসলাম, পটুয়াখালী প্রতিনিধি
প্রকাশিত: ২৬ ফেব্রুয়ারী ২০১৯, ০৩:১৬ PM
আপডেট: ২৬ ফেব্রুয়ারী ২০১৯, ০৩:১৬ PM

bdmorning Image Preview


প্রমত্তা তেঁতুলিয়া নদী বেষ্টিত পটুয়াখালীর বাউফল উপজেলার নাজিরপুর ইউনিয়নকে নদীর ভাঙ্গন থেকে রক্ষার জন্য মানববন্ধন করেছে ভাঙ্গন কবলিত ইউনিয়নবাসী।

আজ মঙ্গলবার বেলা ১২ টায় ওই ইউনিয়নের নিমদি গ্রাম থেকে ধানদী গ্রাম প্রায় তিন কিলোমিটার পর্যন্ত তেঁতুলিয়া নদী পারে দাড়িয়ে দুই সহস্রাধিক মানুষ ওই মানববন্ধন করেন। মানববন্ধনে এলাকার কৃষক, শ্রমিক, শিক্ষক-শিক্ষার্থীসহ বিভিন্ন শ্রেণি পেশার ও রাজনৈতিক দলের নেতৃবৃন্দ অংশ নেন।

মানববন্ধনে বক্তব্য রাখেন, নাজিরপুর ইউপি চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ইব্রাহিম ফারুক, পটুয়াখালী জেলা পরিষদের সদস্য ও বাউফল প্রেসক্লাবে আহবায়ক মোঃ হারুন অর রশিদ, নদী ভাঙ্গন রোধ কমিটির আহবায়ক জাহাঙ্গীর হোসেন, উপজেলা আওয়ামী লীগেরসহ সাংগঠনিক সম্পাদক আমির হোসেন প্রমুখ। বক্তরা দ্রুত সময়ের মধ্যে উপজেলার অতি গুরুত্বপূর্ণ এই ইউনিয়নকে নদী ভাঙ্গন থেকে রক্ষা করার জন্য প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করছেন।

উল্ল্যেখ, তেঁতুলিয়া নদীর অব্যাহত ভাঙ্গনে নাজিরপুর ইউনিয়নের নিমদি, তাতেরকাঠী, ধানদীসহ কয়েকটি গ্রাম প্রমত্তা তেঁতুলিয়া নদীর করাল গ্রাসে বিলিন হয়ে যাচ্ছে। ইতিমধ্যেই প্রায় এক হাজারেরও বেশি পরিবার তাদের সহায় সম্বল হারিয়ে পথে বসেছেন। ওই পরিবারগুলো সর্বস্ব হারিয়ে এখন মানবেতর জীবন যাপন করছেন।

Bootstrap Image Preview