Bootstrap Image Preview
ঢাকা, ০৯ শুক্রবার, মে ২০২৫ | ২৬ বৈশাখ ১৪৩২ | ঢাকা, ২৫ °সে

‘সা রে গা মা পা’ থেকে বাদ পড়লেন বাংলাদেশের অবন্তি

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ২৬ ফেব্রুয়ারী ২০১৯, ০১:২৯ PM
আপডেট: ২৬ ফেব্রুয়ারী ২০১৯, ০১:২৯ PM

bdmorning Image Preview


বাংলা সংগীতের সেরা মঞ্চ ‘সা রে গা মা পা’ থেকে বাদ পড়েছেন বাংলাদেশের মেয়ে অবন্তি সিঁথি। এই পথচলার শুরু থেকেই গানের সঙ্গে শিষ ও চায়ের কাপ বাজিয়ে চমক দেখান অবন্তি। তার বিদায়ে সকলেই আবেগপ্রবণ হয়ে পড়েন।

গত রবিবার (২৪ ফেব্রুয়ারি) রাতে প্রকাশ হওয়া পর্বে ছিলো মূলত তিন প্রতিযোগীর বাঁচা মরার লড়াই। সেখানে রাহুল ও স্নেহা টিকে গেলেও বাদ পড়ে যান অবন্তি।

অবন্তি নিজেকে শান্ত রাখার চেষ্টা করছিলেন। তবে তার চোখ ছিলো ছলছল। কণ্ঠও ছিলো ভারী। নিজের শেষ বক্তব্যে অবন্তি বলেন, ‘এই মঞ্চটাকে অনেক মিস করবো। এখানে অনেক অনেক ভালো কিছু বন্ধু পেয়েছি। সবাইকে মিস করবো। সবার সঙ্গে থেকে অনেক কিছু শিখেছি ও জেনেছি।’

Bootstrap Image Preview