খুলনার রূপসা উপজেলায় গলায় গামছা পেঁচিয়ে ফাঁস দিয়ে মনির ফয়সাল শুভ (২২) নামে এক যুবক আত্মহত্যা করেছেন।
মঙ্গলবার (২৬ ফেব্রুয়ারি) সকালে উপজেলার সামন্তসেনা গ্রামের নিজ ঘর থেকে তার ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়। ফয়সাল খুলনা জেলা আওয়ামী লীগ নেতা মুক্তিযোদ্ধা মজিদ ফকিরের ছেলে।
পারিবারিক সূত্রে জানা যায়, সকালে ফয়সালকে ঘরের বাইরে থেকে ডাকাডাকি করেন তার মা। এ সময় ভেতর থেকে কোনো আওয়াজ না পাওয়ায় ঘরের দরজা ভেঙে দেখা যায় ফ্যানের সঙ্গে গলায় গামছা পেঁচানো অবস্থায় ফয়সালকে ঝুলতে দেখা যায়। ধারণা করা হচ্ছে তিনি রাতের কোনো এক সময় আত্মহত্যা করেছেন।
রূপসা থানার সহকারী উপ-পরিদর্শক (এএসআই) সাইফুল ইসলাম বলেন, ফয়সাল একজন মুক্তিযোদ্ধার ছেলে। কোন অভিমানে বা কি কারণে আত্মহত্যা করেছেন তা জানা যায়নি।