Bootstrap Image Preview
ঢাকা, ০৩ শনিবার, মে ২০২৫ | ২০ বৈশাখ ১৪৩২ | ঢাকা, ২৫ °সে

নোয়াখালীতে আকস্মিক ঝড়ে বিধ্বস্ত বাড়িঘর, নিখোঁজ ২০ জেলে

নোয়াখালী (হাতিয়া) প্রতিনিধিঃ
প্রকাশিত: ২৫ ফেব্রুয়ারী ২০১৯, ০৫:৫৩ PM
আপডেট: ২৫ ফেব্রুয়ারী ২০১৯, ০৫:৫৩ PM

bdmorning Image Preview


নোয়াখালীর হাতিয়া উপজেলার নিঝুমদ্বীপে আকস্মিক ঝড়ে অর্ধ শতাধিক বাড়িঘর বিধ্বস্ত হয়েছে। এ সময় মেঘনা নদীতে ২০ জেলেসহ ৫টি মাছ ধরা নৌকা নিখোঁজ হয়। ঝড় বৃষ্টিতে দ্বীপের বিভিন্ন স্থানে অন্তত ১০ হাজার মন শুটকি নষ্ট হয়ে গেছে।

সোমবার (২৫ ফেব্রুয়ারি) সকালে ঘটনাটি ঘটে।

নিঝুম দ্বীপ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মেহরাজ উদ্দিন জানান, সোমবার সকাল ৮টা থেকে টানা ৯টা পর্যন্ত আকস্মিক ঝড়ে দ্বীপের ৩ শতাধিক কাঁচা ঘর বিধস্ত হয়।

এছাড়া বিভিন্ন স্থানে খোলা মাঠে শুকাতে দেয়া অন্তত ২০ হাজার মন শুটকি নষ্ট হয়ে গেছে এবং নদীতে মাছ ধরা অবস্থায় ২০ জেলে ৫টি নৌকাসহ নিখোঁজ হয়।

তিনি আরও বলেন, সকালে হাতিয়ার তমরদ্দিঘাট থেকে চেয়ারম্যান ঘাটে আসার পথে ধান বোঝাই একটি ট্রলার মেঘনা নদীতে ডুবে যায়।

হাতিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নূর এ আলম জানান, ঝড়ে নিখোঁজ জেলেদেরকে উদ্ধারের বিষয়ে কাজ করা হচ্ছে এবং ক্ষয়ক্ষতির হিসাব নিরুপন করা হচ্ছে। ক্ষতিগ্রস্তদেরকে সরকারিভাবে সহায়তা দেয়ার বিষয়ে ঊর্ধ্বতন  কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করা হয়েছে বলে জানান তিনি। 

Bootstrap Image Preview