Bootstrap Image Preview
ঢাকা, ০৬ রবিবার, জুলাই ২০২৫ | ২২ আষাঢ় ১৪৩২ | ঢাকা, ২৫ °সে

আমেরিকার কারণে সিরিয়া সংকটের সমাধান হচ্ছে না : হিজবুল্লাহ

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ২৫ ফেব্রুয়ারী ২০১৯, ০৩:৩১ PM
আপডেট: ২৫ ফেব্রুয়ারী ২০১৯, ০৩:৩১ PM

bdmorning Image Preview


আমেরিকার কারণে সিরিয়া সংকটের সমাধান হচ্ছে না বলে মন্তব্য করেছেন লেবাননের ইসলামী প্রতিরোধ আন্দোলন হিজবুল্লাহর উপপ্রধান শেখ নাঈম কাসেম।

সিরিয়ায় বিদেশি মদদে সহিংসতা পরিচালনাকারী উগ্র জঙ্গিদের সহায়তার মাধ্যমে ওয়াশিংটন সিরিয়া সংকটের সমাধান করতে দিচ্ছে না।

হিজবুল্লাহর গণযোগাযোগ দফতর থেকে শেখ নাঈম কাসেমের এ বক্তব্য প্রকাশ করা হয়েছে। সিরিয়াকে অস্থিতিশীল করে রাখার জন্য যুক্তরাষ্ট্র অশুভ তৎপরতা চালাচ্ছে বলেও অভিযোগ করেছেন হিজুবুল্লাহর উপমহাসচিব।

শেখ নাঈম কাসেম বলেন, প্রতিরোধ আন্দোলনের মাধ্যমে আমরা ইসরাইলকে লেবানন থেকে বিতাড়িত করেছি। প্রতিরোধ শক্তির মাধ্যমে লেবানন ও ফিলিস্তিনিরা ইহুদিবাদী ইসরাইলের বিরুদ্ধে লড়াই করছে।

মধ্যপ্রাচ্যের যেসব দেশ এবং লেবাননের যেসব রাজনৈতিক মহল এ অঞ্চলের সংকট সমাধানের জন্য যুক্তরাষ্ট্রের শরণাপন্ন হচ্ছে, তাদের এ ভুল ভাঙবে বলে শেখ নাঈম কাসেম আশা প্রকাশ করেন।

Bootstrap Image Preview