Bootstrap Image Preview
ঢাকা, ০৪ রবিবার, মে ২০২৫ | ২১ বৈশাখ ১৪৩২ | ঢাকা, ২৫ °সে

সিলেটে বন্ধুর ছুরিকাঘাতে বন্ধু খুন 

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ২৫ ফেব্রুয়ারী ২০১৯, ১০:৩৯ AM
আপডেট: ২৫ ফেব্রুয়ারী ২০১৯, ১০:৩৯ AM

bdmorning Image Preview
প্রতীকী ছবি


সিলেটে বন্ধুর ছুরিকাঘাতে শাহেদ আহমদ (১৬) নামে নবম শ্রেণির এক স্কুলছাত্র খুন হয়েছে। নিহত শাহেদ নগরের চৌকিদেখি এলাকার মৃত আব্দুল খালিকের ছেলে। 

রবিবার (২৪ ফেব্রুয়ারি) রাত ৮টার দিকে নগরের হাউজিং এস্টেট এলাকায় এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে।

শহেদ ব্রিটিশ বাংলাদেশ ইন্টারন্যাশনাল স্কুলের নবম শ্রেণির ছাত্র। সে ছাত্রলীগের রাজনীতির সঙ্গেও সম্পৃক্ত ছিল। 

স্থানীয় সূত্রে জানা গেছে, রাত আটটার দিকে শাহেদ ও তার বন্ধুরা মিলে হাউজিং এস্টেট গেটে বসে আড্ডা দিচ্ছিল। এ সময় কথা কাটাকাটির একপর্যায়ে শাহেদের বন্ধু লিমন ও তার সহযোগীরা শাহেদকে ছুরিকাঘাত করে পালিয়ে যায়। গুরুতর আহতাবস্থায় স্থানীয়রা তাকে উদ্ধার করে সিলেট এমএজি ওসমানি মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে জরুরি বিভাগের চিকিৎসকরা মৃত ঘোষণা করেন। 

সিলেট মহানগর পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার জেদান আল মুসা বলেন, নিহতের বুকে ও পেটে একাধিক আঘাতের চিহৃ রয়েছে। মরদেহের সুরতহাল প্রতিবেদন তৈরি করে ময়নাতদন্তের জন্য মরদেহ ওসমানি হাসপাতালের মর্গে রাখা হয়েছে। এ ছাড়া ঘাতকদের চিহিৃত করে গ্রেফতারে পুলিশের একাধিক দল মাঠে রয়েছে। 

Bootstrap Image Preview