Bootstrap Image Preview
ঢাকা, ১৪ বুধবার, মে ২০২৫ | ৩১ বৈশাখ ১৪৩২ | ঢাকা, ২৫ °সে

যুদ্ধ কোন পিকনিক নয় বলে মোদীকে সতর্ক করলেন ভারতীয় সাবেক গোয়েন্দা

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ২৪ ফেব্রুয়ারী ২০১৯, ১০:২৯ PM
আপডেট: ২৪ ফেব্রুয়ারী ২০১৯, ১০:২৯ PM

bdmorning Image Preview
সংগৃহীত


ভারত-পাকিস্তান সাম্প্রতিক উত্তেজনা নিয়ে ভারতের সাবেক গোয়েন্দা প্রধান এ. এস. দৌলত বলেছেন, যুদ্ধ কোনও পিকনিক নয়।

তিনি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে পাকিস্তানের বিরুদ্ধে সম্ভাব্য যুদ্ধের বিষয়টি পুনর্বিবেচনা করার আহ্বান জানিয়েছেন। একইসঙ্গে তিনি যুদ্ধের চেয়ে জোরদার কূটনৈতিক তৎপরতার পক্ষেই যুক্তি তুলে ধরেছেন। খবর পার্সটুডের।

এ. এস. দৌলতের এ মতামত কংগ্রেস সমর্থিত পত্রিকা ন্যাশনাল হেরাল্ডে প্রকাশিত হয়েছে। এদিকে একই ধরনের বক্তব্য দিয়েছেন ভারতের সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী পি. চিদাম্বরম। তিনি বলেন, যে আত্মঘাতী ব্যক্তির হামলায় ৪০ জন জওয়ান নিহত হয়েছে, সে ভারতের নাগরিক।

গোলযোগপূর্ণ কাশ্মীরের জনগণের হৃদয় ও মন জয় করার জন্য প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে পরামর্শ দিয়েছেন এস দৌলত। এ. এস দৌলত জানান, তিনি মনে করেন না যুদ্ধ আসন্ন। সাবেক এ গোয়েন্দা প্রধান বলেন, প্রধানমন্ত্রী মোদী সেনাবাহিনীকে যুদ্ধের জন্য উন্মুক্ত সুযোগ দিয়েছেন। কিন্তু এখনকার সময়ে যুদ্ধ হচ্ছে নোংরা বিষয়।

তিনি আরও বলেন, আমি নিশ্চিত যে, যুদ্ধের বাইরে অন্য পথ খোলা আছে। মুম্বাই হামলার পর যুদ্ধের বিষয়টি এর চেয়েও বেশি জোরোশোরে উচ্চারিত হয়েছিল। কিন্তু ড. মনমোহন সিং যুদ্ধ যাননি। ফলে নরেন্দ্র মোদীকে তার মতামত পুনর্বিবেচনা করতে হবে। শীর্ষ পর্যায়ের লোকজনকে পরিণতি নিয়ে ভাবতে হবে। যুদ্ধ কোনও পিকনিক নয়।

Bootstrap Image Preview