Bootstrap Image Preview
ঢাকা, ২২ শুক্রবার, আগষ্ট ২০২৫ | ৬ ভাদ্র ১৪৩২ | ঢাকা, ২৫ °সে

বিমানবন্দরের নিয়ন্ত্রণ নিয়েছে সেনা কমান্ডো

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ২৪ ফেব্রুয়ারী ২০১৯, ০৮:১৪ PM
আপডেট: ২৪ ফেব্রুয়ারী ২০১৯, ০৮:২৫ PM

bdmorning Image Preview
সংগৃহীত


ঢাকা থেকে চট্টগ্রাম হয়ে দুবাই যাওয়ার পথে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি উড়োজাহাজ ছিনতাইয়ের চেষ্টা করে দুর্বৃত্তরা। এরপর চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে বিমানটি জরুরি অবতরণ করেছে। সেটি ঘিরে রেখেছে পুলিশ ও র‍্যাব। এরই মাঝে অভিযানে নেমেছে নৌ-কমান্ডো। ঘটনাস্থলে মোতায়েন করা হয়েছে ফায়ার সার্ভিসের চারটি ইউনিট।

সর্বশেষ খবরে জানা যায় , চট্টগ্রাম বিমানবন্দরের সম্পুর্ণ নিয়ন্ত্রণ এখন  সেনা কমান্ডোর হাতে।

উল্লেখ্য,ছিনতাই চেষ্টাকৃত ওই বিমানে ১৪২ জন যাত্রী ও পাঁচজন ক্রু ছিলেন। তাদের মধ্যে যাত্রীদের নিরাপদে নামিয়ে আনা হয়েছে।এদিকে প্রাথমিকভাবে জানা যাচ্ছে বিমানে কেবিন ক্রুসহ পাইলট জিম্মি আছেন।

Bootstrap Image Preview