Bootstrap Image Preview
ঢাকা, ২২ শুক্রবার, আগষ্ট ২০২৫ | ৬ ভাদ্র ১৪৩২ | ঢাকা, ২৫ °সে

বিমানের যাত্রীদের নিরাপদে নামিয়ে আনা হয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ২৪ ফেব্রুয়ারী ২০১৯, ০৭:০৭ PM
আপডেট: ২৪ ফেব্রুয়ারী ২০১৯, ০৭:০৭ PM

bdmorning Image Preview


স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল জানিয়েছেন, চট্টগ্রামে অস্ত্রধারীর হাতে জিম্মি থাকা বিমানের যাত্রীরা নিরাপদে নেমে এসেছেন।

আজ রবিবার বিকালে ঢাকা থেকে দুবাইয়ের পথে রওনা হয়ে চট্টগ্রাম শাহ আমানত বিমানবন্দরে নামার পর এটি এক অস্ত্রধারীর কবলে পড়ে বলে স্বরাষ্ট্রমন্ত্রী জানান।

তিনি বলেন, যতটুকু জানা গেছে, একজন সন্দেহভাজন পাইলটের মাথায় অস্ত্র ঠেকিয়ে ছিল। তবে সব যাত্রী নেমে গেছে। পাইলটও নেমে গেছে। 

তিনি বলেন, প্রকৃত ঘটনা কী, তা জানার চেষ্টা করা হচ্ছে।

Bootstrap Image Preview