Bootstrap Image Preview
ঢাকা, ১৪ বুধবার, মে ২০২৫ | ৩১ বৈশাখ ১৪৩২ | ঢাকা, ২৫ °সে

মাইকিং করে মাত্র ১০ টাকায় বিক্রি হচ্ছে ডাল-ভাত-সবজি

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ২৩ ফেব্রুয়ারী ২০১৯, ১২:২৫ PM
আপডেট: ২৩ ফেব্রুয়ারী ২০১৯, ১২:২৫ PM

bdmorning Image Preview
সংগৃহীত


১০ টাকায় কি এমন খাবার পাওয়া যেতে পারে? সিঙ্গারা, সমুচা বা হালকা নাস্তা করার মত কিছু খাবার। বেশিকিছু একটা যে পাওয়া যাবে না তা চোখ বন্ধ করে যেকেউ বলতে পারবেন। কিন্তু অবাক করার মত হলেও সত্যি মাত্র ১০ টাকায় মিলছে পেট ভরা ডাল-ভাত সবজি!

কলকাতাভিত্তিক সংবাদমাধ্যম সূত্রে জানা যায়, ভারতের কলকাতার এজেসি বোস রোডের উপর মল্লিকবাজার মোড়ে মাত্র ১০ টাকায় মিলছে পেট ভর্তি খাবার। যার নাম দেয়া হয়েছে 'মা থালি'। গত বছরের জুন থেকে ১০ টাকায় ভরপেট খাবার দেওয়ার ব্যবস্থা চালু করেছে সেখানকার ত্রিধারা সম্মিলনী।

এটির মূল উদ্যোক্তা মেয়র পারিষদ (উদ্যান) দেবাশিস কুমার। সেই তালিকায় নতুন সংযোজন সোসাইটি ফর সোশ্যাল ওয়েলফেয়ারের এই উদ্যোগ।

ভর্তুকি দিয়ে আমজনতার হাতে খাবার তুলে দেওয়ার এই পরিকল্পনাকে সমাজসেবার নয়া ট্রেন্ড হিসেবে দেখছেন উদ্যোক্তারা।

দুপুরের খাবার তৈরি হলে মাইকে ঘোষণা দেওয়া হয়- ‘যাঁদের খিদে পেয়েছে, মাত্র ১০ টাকা পকেটে নিয়ে লাইনে দাঁড়িয়ে পড়ুন, কুপন নিন, আর সুস্বাদু খাবার খেয়ে যান'।

এমন ঘোষণা দেওয়ার পরই খাবারের জন্য অনেক মানুষ লাইনে দাঁড়িয়ে পড়েন। স্থানীয় বাসিন্দা থেকে শুরু করে, সরকারি, বেসরকারি কর্মচারী ও শিক্ষার্থীরা আসেন খাবার খেতে।

১০ টাকায় খেতে আসা রমেন্দ্র নামে এক দিনমজুর বলেন, ‘ভরপেট খেতে অন্তত ৪০ টাকা লাগে। সেখান মাত্র ১০ টাকায় এমন ভরপেট খাবার কে ছাড়ে।’

Bootstrap Image Preview