Bootstrap Image Preview
ঢাকা, ১২ সোমবার, মে ২০২৫ | ২৯ বৈশাখ ১৪৩২ | ঢাকা, ২৫ °সে

আইএসের ১৩ জঙ্গিকে আটক করেছে ইরান

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ২২ ফেব্রুয়ারী ২০১৯, ০৩:০৯ PM
আপডেট: ২২ ফেব্রুয়ারী ২০১৯, ০৩:০৯ PM

bdmorning Image Preview


সন্ত্রাসী গোষ্ঠী ইসলামিক স্টেটের (আইএস) ১৩ জঙ্গিকে আটক করেছে ইরানের গোয়েন্দারা। এসব জঙ্গিরা ইরানের পশ্চিমাঞ্চলীয় কুর্দিস্তান প্রদেশে হামলার পরিকল্পনা করছিল বলে দাবি করেছে দেশটি। 

বৃহস্পতিবার (২১ ফেব্রুয়ারি) ইরানের গোয়েন্দা মন্ত্রণালয় থেকে এই তথ্য জানানো হয়েছে।

ইরানের গোয়েন্দা মন্ত্রণালয় জানিয়েছে, সন্ত্রাসীদের দুইটি দল কুর্দিস্তান প্রদেশে বোমা হামলা ও জনগণকে হয়রানির পরিকল্পনা করেছিল। সন্ত্রাসী চক্রের এসব সদস্যকে আটক করা হয়েছে। কুর্দিস্তান প্রদেশের সঙ্গে ইরাকের সীমান্ত রয়েছে।

ইরানের গোয়েন্দা মন্ত্রণালয় জানিয়েছে, এসব সন্ত্রাসী বেসামরিক নাগরিকদের হত্যার পাশাপাশি কয়েকজন সুন্নি আলেমকে হত্যার পরিকল্পনা নিয়েছিল। তবে তাদের আটকের ফলে সে পরিকল্পনা নস্যাৎ হয়েছে। 

গোয়েন্দা মন্ত্রণালয় জানিয়েছে, সন্ত্রাসীদের কয়েকজন বিদেশে প্রশিক্ষণ নিয়েছে। 

ইরানের গোয়েন্দা মন্ত্রণালয় আরো জানিয়েছে, গোয়েন্দা সদস্যরা অভিযান চালিয়ে সন্ত্রাসীদের আটকের পাশাপাশি বহুসংখ্যক রিমোট নিয়ন্ত্রিত বোমা, অস্ত্র ও অন্যান্য বিস্ফোরক উদ্ধার করতে সক্ষম হয়।

Bootstrap Image Preview