Bootstrap Image Preview
ঢাকা, ২৩ মঙ্গলবার, সেপ্টেম্বার ২০২৫ | ৭ আশ্বিন ১৪৩২ | ঢাকা, ২৫ °সে

গাজীপুরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে কিশোরের মৃত্যু

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ২২ ফেব্রুয়ারী ২০১৯, ১১:১৯ AM
আপডেট: ২২ ফেব্রুয়ারী ২০১৯, ১১:১৯ AM

bdmorning Image Preview
প্রতীকী ছবি


গাজীপুর সিটি করপোরেশনের সালনা পালেরপাড়ায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে আয়াতুল ইসলাম (১৪) নামে এক কিশোরের মৃত্যু হয়েছে। 

বৃহস্পতিবার (২১ ফেব্রুয়ারি) দিবাগত রাত সাড়ে ৯টার দিকে এ ঘটনা ঘটে। আয়াতুল ময়মনসিংহের তারাকান্দা থানার বার্তা উত্তরপাড়ার আমিনুল ইসলামের ছেলে। তারা পরিবারসহ ওই এলাকায় বাসা ভাড়া করে থাকতো। 

জয়দেবপুর ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার মো. জাকারিয়া খান জানান, ২১ ফেব্রুয়ারি উপলক্ষে রাতে সালনা পালেরপাড়ায় রেসিডেন্ট মডেল স্কুল মাঠে অনুষ্ঠান হচ্ছিল। অনুষ্ঠানের একপর্যায়ে ওই স্কুলের ছাদে ওঠে আয়াতুল। এসময় ছাদের ওপর থাকা বৈদ্যুতিক তারে জড়িয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।  

তিনি আরও জানান, খবর পেয়ে জয়দেবপুর ফায়ার সার্র্ভিসের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে রাত সাড়ে ১০টার দিকে মরদেহ উদ্ধার করে। 

Bootstrap Image Preview