Bootstrap Image Preview
ঢাকা, ০৯ শুক্রবার, মে ২০২৫ | ২৬ বৈশাখ ১৪৩২ | ঢাকা, ২৫ °সে

চকবাজারে অগ্নিকাণ্ডে নিহতদের জন্য জুমআ’র পর বিশেষ দোয়ার আহ্বান

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ২২ ফেব্রুয়ারী ২০১৯, ০৯:২৮ AM
আপডেট: ২২ ফেব্রুয়ারী ২০১৯, ০৯:২৯ AM

bdmorning Image Preview


রাজধানীর চকবাজারের চুড়িহাট্টায় ভয়াবহ অগ্নিকাণ্ডে নিহতদের আত্মার মাগফেরাত কামনা করে আজ জুমাআ’র নামাজের পর প্রতিটি মসজিদে বিশেষ দোয়া করার আহ্বান জানিয়েছেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) মেয়র সাইদ খোকন।

এ ছাড়া অন্য সব ধর্মীয় প্রতিষ্ঠানে বিশেষ প্রার্থনা করার কথাও বলেন তিনি। বৃহস্পতিবার ডিএসসিসির জনসংযোগ কর্মকর্তা উত্তম কুমার রায় মেয়রের পক্ষে গণমাধ্যমকে এই আহ্বানের কথা জানান।

প্রসঙ্গত, গত বুধবার রাত পৌনে ১১টা চকবাজারের চুড়িহাট্টায় ভয়াবহ আগুন লাগে। ফায়ার সার্ভিসের ৩৭ ইউনিটের চেষ্টায় ১২ ঘণ্টা পর আগুন নিয়ন্ত্রণে আসে। এখন পর্যন্ত ৬৭ জনের মৃত্যুর নিশ্চিত করেছে প্রশাসন। এরইমধ্যে শনাক্ত হওয়া ৪০টি মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।

অগ্নিদগ্ধ হয়ে হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন অর্ধশত। এই ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে গোটা দেশে।

Bootstrap Image Preview