Bootstrap Image Preview
ঢাকা, ১৭ শনিবার, মে ২০২৫ | ৩ জ্যৈষ্ঠ ১৪৩২ | ঢাকা, ২৫ °সে

মাভাবিপ্রবি থেকে সজীবের আজীবন বহিস্কার চেয়ে শিক্ষার্থীদের মানববন্ধন

শাহরিয়ার রহমান সৈকত, মাভাবিপ্রবি প্রতিনিধিঃ
প্রকাশিত: ২০ ফেব্রুয়ারী ২০১৯, ০৩:৪৩ PM
আপডেট: ২০ ফেব্রুয়ারী ২০১৯, ০৩:৪৩ PM

bdmorning Image Preview


শিক্ষক লাঞ্চনাকারী, ইয়াবা সম্রাট, ইভটিজার, চাঁদাবাজ, টেন্ডারবাজ, সাধারণ শিক্ষার্থীদের নির্যাতনকারী সজীব তালুকদারকে ক্যাম্পাস থেকে বহিস্কার এবং বাংলাদেশ ছাত্রলীগ থেকে আজীবন বহিস্কারের দাবিতে মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে মানববন্ধন করেছে সাধারণ শিক্ষার্থীরা।

বুধবার (২০ ফেব্রুয়ারি) দুপুর ১ টা ৩০ মিনিটে বিশ্ববিদ্যালয়ের প্রসাশনিক ভবনের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনে সংক্ষিপ্ত সভার আয়োজন করা হয়।  

মানববন্ধনে সংক্ষিপ্ত বক্তব্যে ইনভায়রনমেন্টাল সায়েন্স এন্ড রিসোর্স ম্যানেজমেন্ট বিভাগের শিক্ষার্থী মোঃ শাহিন মিয়া বলেন, ছাত্রলীগের নাম ভাঙিয়ে অপকর্মকারী সভাপতি সজীব তালুকদারের বিশ্ববিদ্যালয় ও বাংলাদেশ ছাত্রলীগ থেকে আজীবন বহিস্কার চাই।

তিনি আরও বলেন, বঙ্গবন্ধুর আদর্শে গড়া ছাত্রলীগকে কলুষিতকারী সজীব তালুকদেরকে আজীবন বহিস্কার করে ক্যাম্পাসের সুষ্ঠ পরিবেশ এবং নতুনদের নেতৃত্বদান করে মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে ছাত্র রাজনীতির সুষ্ঠ পরিবেশ প্রদানের জন্য কেন্দ্রীয় ছাত্রলীগের কাছে জোড় দাবি জানাচ্ছি।   


 

Bootstrap Image Preview