Bootstrap Image Preview
ঢাকা, ১১ মঙ্গলবার, নভেম্বার ২০২৫ | ২৬ কার্তিক ১৪৩২ | ঢাকা, ২৫ °সে

'বাংলাদেশের উন্নয়নে জাপানের সহযোগিতা অব্যাহত থাকবে'

কূটনৈতিক প্রতিবেদক
প্রকাশিত: ২০ ফেব্রুয়ারী ২০১৯, ০১:৪০ PM
আপডেট: ২০ ফেব্রুয়ারী ২০১৯, ০১:৪০ PM

bdmorning Image Preview


বাংলাদেশের উন্নয়ন কর্মকাণ্ডে জাপানের সহযোগিতা আগের মতই অব্যাহত থাকবে বলে জানিয়েছেন দেশটির পররাষ্ট্র প্রতিমন্ত্রী তসিকো অ্যাবে ডিউরিং।

মঙ্গলবার বাংলাদেশের পররাষ্ট্র প্রতিমন্ত্রী মো. শাহরিয়ার আলম এমপির সাথে দু'দেশের একটি বৈঠকে তিনি এ আশ্বাস দেন।
 
তসিকো বলেন, মিয়ানমারের রোহিঙ্গাদের অব্যশই তাদের নিজ দেশে ফেরত নিতে হবে। রোহিঙ্গাদের আশ্রয় দিয়ে যে মানবতার পরিচয় বাংলাদেশ দেখিয়েছে তার জন্য আমরা ধন্যবাদ জানাচ্ছি।

তিনি রোহিঙ্গা সমস্যার আশু সমাধান প্রত্যাশা করেন বিশ্ব নেতৃবৃন্দের কাছে।

শাহরিয়ার আলম বাংলাদেশের উন্নয়ন সহযোগিতায় অংশগ্রহণ করায় কৃতজ্ঞতা জ্ঞাপন করেন।

তিনি বলেন, বাংলাদেশের উন্নয়নে জাপান সব সময় সহযোগিতা করে আসছে। আমরা জাপানের সার্বিক কল্যাণ কামনা করি।

Bootstrap Image Preview