Bootstrap Image Preview
ঢাকা, ২০ বুধবার, আগষ্ট ২০২৫ | ৫ ভাদ্র ১৪৩২ | ঢাকা, ২৫ °সে

পুলিশের হাত থেকে পালাতে গিয়ে পা হারালেন যুবক

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ১৯ ফেব্রুয়ারী ২০১৯, ০৬:৫৫ PM
আপডেট: ১৯ ফেব্রুয়ারী ২০১৯, ০৬:৫৫ PM

bdmorning Image Preview
সংগৃহীত


পুলিশের হাত থেকে পালাতে ছয় তলা থেকে লাফ দিয়ে পা হারিয়েছেন শেখ গোলাম হোসেন ওরফে মিলাদ নামের এক যুবক।লাফ দেয়ার সময় বিদ্যুতের তারের সঙ্গে লেগে তার পা পুড়ে গেছে।

সোমবার বিকেলে রাজধানীর মিন্টো রোডে এ ঘটনা ঘটে। অভিযুক্ত ব্যক্তির নাম শেখ গোলাম হোসেন ওরফে মিলাদ। তিনি নব্য জেএমবির সদস্য।

পুলিশের হাত থেকে পালানোর চেষ্টা করার তার বিরুদ্ধে আরও একটি মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

পুলিশ জানায়, কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম ইউনিট (সিটিটিসি)-এর ভবন থেকে লাফিয়ে পালানোর চেষ্টা করেন। লাফ দেয়ার সময় বিদ্যুতের তারের সঙ্গে লেগে তার পা পুড়ে গেছে। পরে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। বর্তমানে মিলাদের অবস্থা আশঙ্কামুক্ত।

গত শুক্রবার সন্ধ্যায় ডেমরা এলাকা থেকে মিলাদকে গ্রেফতার করে সিটিটিসির সাইবার সিকিউরিটি অ্যান্ড ক্রাইম বিভাগ। কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম-সিটিটিসি ইউনিটের প্রধান ও ডিএমপির অতিরিক্ত কমিশনার মনিরুল ইসলাম বলেন, ওই আসামি রিমান্ডে ছিল। মঙ্গলবার তাকে আদালতে সোপর্দ করার কথা ছিল। জিজ্ঞাসাবাদের এক পর্যায়ে সে দৌড়ে গিয়ে ছয় তলা থেকে লাফ দেয়।

Bootstrap Image Preview