Bootstrap Image Preview
ঢাকা, ১২ সোমবার, মে ২০২৫ | ২৯ বৈশাখ ১৪৩২ | ঢাকা, ২৫ °সে

১৮০ কোটি ডলারের মার্কিন অস্ত্র কিনছে আরব আমিরাত

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ১৯ ফেব্রুয়ারী ২০১৯, ০১:৫১ PM
আপডেট: ১৯ ফেব্রুয়ারী ২০১৯, ০১:৫১ PM

bdmorning Image Preview
সংগৃহীত ছবি


সৌদি জোটের প্রধান সহযোগী সংযুক্ত আরব আমিরাত আমেরিকার কাছ থেকে ১৮০ কোটি ডলারের সমরাস্ত্র কিনেছে।

সোমবার আবুধাবি সামরিক প্রদর্শনীর দ্বিতীয় দিনে এই সমরাস্ত্র কেনার অর্ডার দেয় সংযুক্ত আরব আমিরাত।

জেনারেল মোহাম্মাদ আল হাসানি জানিয়েছেন, মার্কিন সমরাস্ত্র নির্মাণকারী প্রতিষ্ঠান ‘রেথিয়ন’র কাছ থেকে প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্র ব্যবস্থা কেনার জন্য ১৮০ কোটি ডলারের চুক্তি সাক্ষর করা হয়েছে।  

তিনি জানান, সংযুক্ত আরব আমিরাতের সেনাবাহিনী অস্ট্রেলিয়ার একটি সমরাস্ত্র নির্মাণকারী প্রতিষ্ঠানসহ বিভিন্ন আন্তর্জাতিক কোম্পানির কাছ থেকে অস্ত্র কেনার লক্ষ্যে আরো ১০০ কোটি ডলারেরও বেশি মূল্যের চুক্তি করেছে।

আরব আমিরাতের দৈনিক পত্রিকা দ্য নেশন বলছে, পাঁচদিনের সমরাস্ত্র প্রদর্শনী থেকে সংযুক্ত আরব আমিরাত মোট ৫০০ কোটি ডলারেরও বেশি মূল্যের অস্ত্রসস্ত্র কিনতে যাচ্ছে। 

Bootstrap Image Preview