খাগড়াছড়ির জেলা সদরের খবংপুড়িয়া গ্রামে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে ৭ জন দগ্ধ হয়েছে। এরমধ্যে চারজনকে আশংকাজনক অবস্থায় চট্টগ্রাম মেডিকেলে পাঠানো হয়েছে।
মঙ্গলবার (১৯ ফেব্রুয়ারি) ভোর সাড়ে ৪টার দিকে এ ঘটনা ঘটে।
স্থানীয়রা জানান, খবংপুড়িয়া গ্রামের ইয়ংস্টার ক্লাবের সামনে ভাড়া দোকানে হঠাৎ গ্যাস সিলিন্ডার বিস্ফোরিত হয়। এতে পাশের থাকা ঘরে ঘুমিয়ে থাকা স্বামী-স্ত্রীসহ ৭ জন দগ্ধ হন। খবর পেয়ে ফায়ার সার্ভিসের টিম ঘটনাস্থলে ছুটে যায়।স্থানীয়রা দগ্ধদের খাগড়াছড়ি হাসপাতালে পাঠায়।
দগ্ধরা হলেন- ভূবন বিকাশ চাকমা (৫০), আব্দুল হামিদ (২৩), জমির (২২), মাহমুদুল্লাহ (২৬), নিউটন চাকমা (২৫), মহিরঞ্জন চাকমা (৪৬) ও তার স্ত্রী মিনতি চাকমা (৩৬)।
দগ্ধ মিনতি চাকমা বলেন, দোকানের পেছনের অংশে আমরা থাকি। ঘটনার সময় আমরা ঘুমাচ্ছিলাম। হঠাৎ দেখি বিকট শব্দে গুদামটির দেওয়াল ভেঙে পড়েছে।
অপর আহত নিউটন চাকমা বলেন, ঘুমের ঘোরে বিস্ফোরণ ঘটে। মুহূর্তে আমরা চুল, মুখ, পায়ের পাতায় আগুন লেগে যায়।
হাসপাতালের আবাসিক চিকিৎসক ডা. নয়নময় ত্রিপুরা জানান, গুরুতর আহত চারজনকে চট্টগ্রাম মেডিকেলে পাঠানো হয়েছে। অপর তিনজনের চিকিৎসা দেওয়া হচ্ছে।