Bootstrap Image Preview
ঢাকা, ১৩ মঙ্গলবার, মে ২০২৫ | ৩০ বৈশাখ ১৪৩২ | ঢাকা, ২৫ °সে

২১ ফেব্রুয়ারিতে রাজধানীজুড়ে ৪ স্তরের নিরাপত্তা, শহীদ মিনারে ছয় হাজার পুলিশ

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ১৯ ফেব্রুয়ারী ২০১৯, ১২:৫১ PM
আপডেট: ১৯ ফেব্রুয়ারী ২০১৯, ১২:৫৫ PM

bdmorning Image Preview
সংগৃহীত


আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষ্যে একুশে ফেব্রুয়ারীতে রাজধানীতে চার স্তরের নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হবে। আর শহীদ মিনারে নিরাপত্তার দায়িত্বে থাকবে ৬ হাজার পুলিশ।

আজ মঙ্গলবার (১৯ জানুয়ারি) সকাল ১১টায় ডিএমপি কমিশনার আছাদুজ্জামান মিয়া সাংবাদিকদের এ কথা জানান।

ডিএমপি কমিশনার বলেন, পু‌রো ঢাকায় ১৫ হাজার আর শহিদ মিনার এলাকায় ৬ হাজার র‌্যাব-পুলিশ সদস্য দায়িত্ব পালন করবেন।

আর আল্পনা ও অঙ্ক‌নের জন্য মঙ্গলবার সন্ধ্যার পর থেকে শহীদ মিনারের রাস্তা বন্ধ করে দেয়া হবে। একুশে ফেব্রুয়ারির দিন একমুখী চলাচল থাকবে শহীদ মিনারের সামনের সড়কে।

ডিএমপি কমিশনার বলেন, একুশে ফেব্রুয়ারী উপলক্ষে দেশে কোনো জঙ্গি হামলার আশঙ্কা বা তথ্য নেই। তবে সব নাগরিকের নিরাপত্তা জন্য পুলিশ এবং অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা সব জায়গায় দায়িত্ব পালন করবে।

Bootstrap Image Preview