Bootstrap Image Preview
ঢাকা, ০৬ রবিবার, জুলাই ২০২৫ | ২২ আষাঢ় ১৪৩২ | ঢাকা, ২৫ °সে

মারা গেছেন গাজীপুরের সাবেক মেয়র এম,এ,মান্নানের স্ত্রী

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ১৯ ফেব্রুয়ারী ২০১৯, ১১:৪৪ AM
আপডেট: ১৯ ফেব্রুয়ারী ২০১৯, ১১:৪৪ AM

bdmorning Image Preview


গাজীপুর সিটি কর্পোরোশনের সাবেক মেয়র অধ্যাপক এম,এ,মান্নান এর স্ত্রী সাজেদা বেগম ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজেউন।

আজ মঙ্গলবার সকালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি।

উল্লেখ্য, এম এ মান্নান ১৯৯১ সালের জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) মনোনিত প্রার্থী হিসেবে বাংলাদেশের সর্বোচ্চ ভোট পেয়ে জাতীয় সংসদের সদস্য নির্বাচিত হন। তাকে তৎকালিন মন্ত্রীসভায় ধর্ম প্রতিমন্ত্রীর দায়িত্ব দেওয়া হয়। পরবর্তীতে নবগঠিত বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রনালয়ের প্রতিমন্ত্রী হিসেবেও দায়িত্ব পালন করেন।

২০১৩ সালে গাজীপুর সিটি কর্পোরেশন প্রতিষ্ঠিত হলে, গাজীপুর সিটি করপোরেশনের প্রথম মেয়র নির্বাচনে ১৮ দলীয় জোটের প্রার্থী হিসেবে তিনি মেয়র পদ প্রার্থী হিসেবে টেলিভিশন প্রতীকে নির্বাচনী লড়াইয়ে অবতীর্ণ হন এবং জয়লাভ করেন। বর্তমানে তিনি গাজীপুর সিটি কর্পোরেশন এর মেয়রের দায়িত্ব পালন করছেন।

Bootstrap Image Preview