Bootstrap Image Preview
ঢাকা, ০৬ রবিবার, জুলাই ২০২৫ | ২২ আষাঢ় ১৪৩২ | ঢাকা, ২৫ °সে

পটুয়াখালীতে সড়ক দুর্ঘটনায় আহতদের আর্থিক সহায়তা দিলো জেলা প্রশাসন

জাহিদ রিপন, পটুয়াখালী প্রতিনিধি:
প্রকাশিত: ১৯ ফেব্রুয়ারী ২০১৯, ১১:৪১ AM
আপডেট: ১৯ ফেব্রুয়ারী ২০১৯, ১১:৪৪ AM

bdmorning Image Preview


পটুয়াখালীতে সোমবার যাত্রীবাহী বাস খাদে উল্টে মর্মান্তিক দুর্ঘটনায় নিহত ও আহত পরিবারকে জেলা প্রশাসনের পক্ষ থেকে আর্থিক সাহায্য প্রদান করা হয়েছে।

উপজেলা নির্বাহী অফিসার লতিফা জান্নাতি ও ম্যাজিষ্ট্রেট অমিত রায় পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রোগীদের পরিবারের হাতে এ অর্থ সাহায্য তুলে দেন।

এ সময় ১২জন আহতকে ১০ হাজার টাকা এবং মৃত ব্যক্তির পরিবারকে ৩৫ হাজার টাকা করে অর্থ সাহায্য দেয়া হয়। এছাড়াও আহতদের মধ্য যাদের উন্নত চিকিৎসার জন্য বরিশালে পাঠানো হয়েছে তাদের কাছে আর্থিক সাহায্য পৌছে দেয়ার ব্যবস্থা করেছে পটুয়াখালী জেলা প্রশাসক মতিউল ইসলাম চৌধুরী। 

পটুয়াখালী সদর উপজেলা র্নিবাহী অফিসার লতিফা জান্নাতি জানান, বাকী আহতদেরও সরকারী এ সহায়তা প্রদান করা হবে। 

প্রসঙ্গত, সোমাবার সকালে অর্ধশত যাত্রী নিয়ে পটুয়াখালীর পল্লী বিদ্যুৎ এলাকায় দুর্ঘটনার শিকার হয় খান ক্লাসিক নামে একটি যাত্রীবাহী বাস। এ ঘটনায় গাড়ীর মালিক ও সুপারভাউজার আনন্দ মারা যায়। আহত হয় শিশু শিক্ষার্থীসহ ২৩ জন।

Bootstrap Image Preview