জয়পুরহাটের পাঁচবিবিতে আবাদি চাষযোগ্য কৃষি জমিতে মাত্রাতিরিক্ত ফলন উৎপাদনে দিন দিন বাড়ছে কীটনাশক নামের বিষ প্রয়োগের ব্যবহার। অধিক ফলনে চাষাবাদ করার লক্ষ্যে ধান,আলু ও সবজি চাষে স্প্রের মাধ্যমে কীটনাশকের ব্যবহার করার ফলে মানব দেহের লিভার ও ফুসফুসের সমস্যাসহ নানান রোগে আক্রান্ত হচ্ছে কৃষকরা।
কৃষকরা জানায়, শীতকালীন মৌসুমে উপজেলার বিভিন্ন এলাকায় বাণিজ্যিকভাবে চাষাবাদ করা হয় শীতকালীন সবজি ফুলকপি, বাঁধাকপি, টমেটো, লাল শাক, সিম, বাগুন ও আলু ছাড়ও নানান প্রজাতির শাক-সবজি। আর একারণেই অধিক ফলন পেয়ে লাভবান হওয়ার আশায় ও ফসল বিনষ্টকারী পোকামাকড় ও কীট-পতঙ্গের হাত থেকে ফসলকে রক্ষা করার জন্য জীবদেহর জন্য ক্ষতিকারক এসব কীটনাশকের কথা জেনেও ব্যবহার করছে কৃষকরা।
এদিকে উপজেলা কৃষি কর্মকর্তা আশরাফুল আলম জানান, মাত্রাতিরিক্ত ফলন উৎপাদনের জন্য শাক-সবজিতে অধিকমাত্রার ক্ষতিকারক কীটনাশকের ব্যবহার না করার জন্য সকল কৃষকদের বলা হচ্ছে। এছাড়াও ভালো ফলন উৎপাদনের জন্য জৈব সার ও জৈব বালাইনাশক ব্যবহারের মাধ্যমে নিরাপদ সবজি উৎপাদনের ব্যাপারে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর পাঁচবিবি কৃষকদের মাঝে জনসচেতনামূলক সর্বচ্চো কার্যক্রম চলমান রেখেছে। পাশাপাশি ভামি কম্পোস্ট ব্যবহারে কৃষকদের উদ্বুদ্ধ করাও হচ্ছে বলেও জানান তিনি।