Bootstrap Image Preview
ঢাকা, ০৩ শনিবার, মে ২০২৫ | ১৯ বৈশাখ ১৪৩২ | ঢাকা, ২৫ °সে

সাঘাটায় উপজেলা নির্বাচনী হাওয়া বইতে শুরু করেছে

মোস্তাফিজুর রহমান, সাঘাটা (গাইবান্ধা) প্রতিনিধিঃ
প্রকাশিত: ১৮ ফেব্রুয়ারী ২০১৯, ০৫:২৯ PM
আপডেট: ১৮ ফেব্রুয়ারী ২০১৯, ০৫:২৯ PM

bdmorning Image Preview


গাইবান্ধার সাঘাটায় আসন্ন উপজেলা নির্বাচনকে সামনে রেখে নির্বাচনী হাওয়া বইতে শুরু করেছে। ঘরে-বাইরে, চায়ের দোকান, সামজিক যোগাযোগ মাধ্যমসহ সর্বত্রই এখন নির্বাচনী আমেজ। সম্ভাব্য প্রার্থীরা নানা কৌশলে জনসম্মুখে সক্রিয়ভাবে তুলে ধরছেন তাদের প্রতিশ্রুতি।

১০টি ইউনিয়ন নিয়ে গঠিত গাইবান্ধার সাঘাটা উপজেলা। প্রায় তিন লক্ষ লোকের বসবাস। এবার অনেক নতুন মুখের পাশাপাশি রাজনীতিবিদ, সমাজ কর্মী, আইনজীবী, তাদের প্রার্থীতা চূড়ান্ত করেছেন। সাঘাটা উপজেলার সর্বত্রই নির্বাচনী আলাপ প্রাধান্য পাচ্ছে। কে প্রার্থী হচ্ছেন, কে সৎ, কাকে দিয়ে জনগণের প্রত্যাশা পূরণ হবে। এ রকম নানা হিসাব-নিকাশ কষছেন সাধারণ ভোটাররা।

এ উপজেলায় চেয়ারম্যান প্রার্থী হিসেবে যারা ইতোমধ্যেই প্রচারে নেমেছেন তারা হলেন- আওয়ামী লীগের নৌকা প্রতীকের প্রার্থী এ্যাড.এস এম সামশীল আরেফিন টিটু, স্বতন্ত্র প্রার্থী হিসেবে ঘোড়া র্মাকায় ডেপুটি স্পিকারের ভাগ্নে জাহাঙ্গীর কবীর । তবে বিএনপির কেন্দ্রীয় সিদ্ধান্ত না আশায় প্রচারে মাঠে নেই দলটি।

এছাড়াও ভাইস চেয়ারম্যান পদে বিপ্লব ও  জাকির এবং মহিলা ভাইস চেয়ারম্যান পদে নাজনিন ও জরিনা প্রতিদ্বন্দিতা করবেন। সামগ্রীকভাবে এখন গোটা উপজেলার মানুষ নির্বাচনমুখী। এখন অপেক্ষা শুধু নির্দিষ্ট সময়ে নির্বাচন অনুষ্ঠানের।

Bootstrap Image Preview