Bootstrap Image Preview
ঢাকা, ০৫ শনিবার, জুলাই ২০২৫ | ২১ আষাঢ় ১৪৩২ | ঢাকা, ২৫ °সে

১০০ সুবিধাবঞ্চিত শিশু পেল বিনামূল্যে চিকিৎসা সেবা ও ওষুধ 

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ১৮ ফেব্রুয়ারী ২০১৯, ১২:১৭ PM
আপডেট: ১৮ ফেব্রুয়ারী ২০১৯, ১২:২৭ PM

bdmorning Image Preview


রাজধানীর ধানমন্ডির শঙ্কর এলাকার বালুরমাঠ বস্তিতে ‘আদর্শ পাঠশালার’ সুবিধাবঞ্চিত শিশুরা পেল বিনামূল্যে চিকিৎসা সেবা ও ওষুধ। 

‘মানবতা দিয়ে গড়ি আলোকিত বিশ্ব’ এই স্লোগানে শনিবার (১৬ ফেব্রুয়ারি) স্বেচ্ছাসেবী একটি সংগঠন বিনামূল্যে এ চিকিৎসা সেবার আয়োজন করে।

এ আয়োজনের মাধ্যমে ১০০ শিশুকে চিকিৎসা সেবা দেন সংগঠনের উপদেষ্টা ডাক্তার ফাইজা রাহলা। এছাড়া শারীরিক নানা সমস্যার বিষয়ে জেনে পরামর্শ দেন তিনি। সেইসাথে প্রতিটি শিশুকে বয়স অনুযায়ী কৃমির ওষুধ খাওয়ানো হয়। এক সপ্তাহ পর খাওয়ার জন্য আরেকটি ওষুধ ওদের দেয়া হয়। বস্তিতে বসবাসকারী এসব শিশুর মাথায় রয়েছে প্রচুর উকুন। মাথার উকুন নাশের জন্য প্রতিটি শিশুকে তিনটা মিনিপ্যাক উকুন নাশক শ্যাম্পু দেয়া হয় পরপর তিনদিন গোসলের সময় ব্যবহারের জন্য।

অনুষ্ঠান শুরু হয় শিশুদের জাতীয় সঙ্গীত পরিবেশনের মাধ্যমে। শিশুরা অনুষ্ঠান চলাকালিন সময়ে গান ও কবিতা আবৃতি করে। এই কার্যক্রমের উদ্বোধন করেন আলোক নিশান ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা ও নির্বাহী পরিচালক এবং চ্যানেল টোয়েন্টিফোরের সংবাদ উপস্থাপক ও ব্রডকাস্ট জার্নালিস্ট আশিকুর রহমান তমাল। তিনি জানান,বাংলাদেশের সুবিধাবঞ্চিত মানুষের অধিকার আদায়ে কাজ করে যাচ্ছে আলোক নিশান ফাউন্ডেশন। অসহায় প্রবীণ, শিশু এবং দুর্যোগ কবলিত মানুষের কল্যাণে কাজ করছে সংগঠনটি।

এছাড়া দরিদ্র ও ঝরে পড়া মেধাবী শিক্ষার্থীদের শিক্ষা ও স্বাস্থ্যশিক্ষা কার্যক্রম এগিয়ে নিতে সহায়তা প্রদান করছে। আর প্রতিদিনই মুমূর্ষু রোগীকে রক্তদানে সহায়তা করছে সংগঠনের স্বেচ্ছাসেবকরা। প্রতিমাসেই এরকম সুবিধাবঞ্চিত শিশুদের চিকিৎসাসেবা কার্যক্রম অব্যাহত থাকবে বলেও জানান তিনি।

চিকিৎসা সেবা কার্যক্রমের প্রধান চিকিৎসক সংগঠনের সম্মানীয় উপদেষ্টা এবং চ্যানেল টোয়েন্টিফোরের সংবাদ ও অনুষ্ঠান উপস্থাপক ডাক্তার ফাইজা রাহলা বলেন, সামাজিক দায়বদ্ধতার অংশ হিসেবে একজন ডাক্তার হয়ে সুবিধাবঞ্চিত শিশুদের বিনামূল্যে চিকিৎসাসেবা দিচ্ছেন তিনি। তিনি বলেন, আমার নিজের সন্তান অসুস্থ হলে একজন মা হিসেবে বুঝতে পারি কতটা কষ্ট হয় তখন। আর এরা তো অসুস্থ হলে কেউকে বলার সুযোগ পায়না যে সে অসুস্থ হয়েছে। আজ আমি একশো শিশুকে জিজ্ঞেস করতে পেরেছি তোমরা কেমন আছো। তারপর তাদের সমস্যা অনুয়ায়ী পরামর্শ দিয়েছি। সকল চিকিৎসকে আলোক নিশানের বিনামূল্যের চিকিৎসা সেবা কার্যক্রমে সহায়তা করার আহ্বান জানান তিনি।

অলোক নিশানের ফাইনান্স বিভাগের পরিচালক রেদওয়ানা ইয়াসমিন অনু সমাজের বৃত্তবানদের সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাড়ানোর অনুরোধ করেন। পাশাপাশি এ ধরণের অনুষ্ঠানে পৃষ্টপোষক হিসেবে পাশে থাকারও আহ্বান জানান।

আদর্শ পাঠশালার প্রেসিডেন্ট সাদ্দাম সামি বলেন, তারা এই সুবিধাবঞ্চিত শিশুদের শিক্ষার আওতায় আনার চেষ্টা করছেন চার বছর ধরে। একাডেমিক শিক্ষার পাশাপাশি বস্তিতে বসবাস করা শিশুদের নৈতিক শিক্ষায় শিক্ষিত করছেন তারা। তার স্কুলের শিশুদের চিকিৎসা সেবার আওতায় আনতে পারায় আলোক নিশান ফাউন্ডেশনের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন তিনি।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন, আলোক নিশান ফাউন্ডেশনের কেন্দ্রীয় কমিটির সম্মানীয় ফেলো মারজিয়া আফরিন মীম, প্রশাসন বিভাগের উপ-পরিচালক ওসমান গণি তুষার, ফাইনান্স বিভাগের উপ-পরিচালক শামস উদ্দীন রিফাত প্রিন্স, প্রকল্প বাস্তবায়ন বিভাগের উপ-পরিচালক নিশি ইসলাম ও সীমান্ত চৌধুরী, নির্বাহী সদস্য ইমাম ইবনে জাফর ও শোভন মাহমুদ, বিআইইউ শাখা কমিটির পরিকল্পনা বিভাগের পরিচালক জেরিন তাসনীম হাফসা, সদস্য সাজিদ খান ও ওমর ফারুক।

 অনুষ্ঠান শেষে শিশুদের মাঝে পুষ্টিকর খাবার বিতরণ করা হয়।

Bootstrap Image Preview