Bootstrap Image Preview
ঢাকা, ০৫ শনিবার, জুলাই ২০২৫ | ২১ আষাঢ় ১৪৩২ | ঢাকা, ২৫ °সে

গাজীপুরে ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ১৮ ফেব্রুয়ারী ২০১৯, ১২:১৩ PM
আপডেট: ১৮ ফেব্রুয়ারী ২০১৯, ১২:১৩ PM

bdmorning Image Preview
প্রতীকী ছবি


গাজীপুর সিটি করপোরেশনের টেকনগপাড়ায় ট্রাকের ধাক্কায় মেহরাব (৩২) নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন মহসিন নামে অপর এক আরোহী। 

সোমবার (১৮ ফেব্রুয়ারি) সকাল ৯টার দিকে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। 

মেহরাব পাবনা সদর থানার শালগড়িয়া এলাকার এনামুল হকের ছেলে। তিনি পরিবারসহ গাজীপুরের হোতাপাড়া এলাকায় থাকতেন। 

গাজীপুর মহানগরের বাসন থানার উপ-পরিদর্শক (এসআই) মো. হুমায়ূন কবীর জানান, হোতাপাড়া এলাকায় পরিবারসহ বাসা ভাড়া করে থেকে একটি কোম্পানিতে চাকরি করতেন মেহরাব। সকালে চান্দনা থেকে মোটরসাইকেলে করে ময়মনসিংহের দিকে যাচ্ছিলেন মেহরাব ও মহসিন। পথে টেকনগপাড়ায় এলে একটি ট্রাক মোটরসাইকেলটিকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই মেহরাব নিহত হন। এসময় গুরুতর আহত হন মহসিন। তাৎক্ষণিকভাবে স্থানীয়রা তাকে উদ্ধার করে একটি হাসপাতালে নিয়ে যায়। পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে।

Bootstrap Image Preview