Bootstrap Image Preview
ঢাকা, ০৫ শনিবার, জুলাই ২০২৫ | ২১ আষাঢ় ১৪৩২ | ঢাকা, ২৫ °সে

ডাস্টবিন থেকে উদ্ধার গুলি ও গ্রেনেডে লেখা ‘মেইড ইন পাকিস্তান’

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ১৮ ফেব্রুয়ারী ২০১৯, ১০:৫৪ AM
আপডেট: ১৮ ফেব্রুয়ারী ২০১৯, ১০:৫৪ AM

bdmorning Image Preview


রাজধানীর ফকিরাপুল এলাকার একটি ডাস্টবিন থেকে ‘মেইড ইন পাকিস্তান’ লেখা ৫৫ রাউন্ড গুলি ও একটি গ্রেনেড উদ্ধার করেছে পুলিশ।

তবে কে বা কারা গুলিগুলো ডাস্টবিনে রেখেছেন তার কোনো ক্লু উদ্ঘাটন করা যায়নি।

পুলিশ জানায়, রবিবার দিনগত রাতে ফকিরাপুলের কালভার্ট রোড থেকে ফোন পেয়ে ঘটনাস্থলে গিয়ে একটি লোহার ডাস্টবিনে গুলি ও গ্রেনেড পাওয়া যায়। পরে বোমা ডিস্পোজাল ইউনিটকে খবর দিলে তারা সেগুলো উদ্ধার করে এবং গ্রেনেডটি নিষ্ক্রিয় করে।

ডাস্টবিন থেকে নাইন এমএম পিস্তলের আট রাউন্ড গুলি, ২৮ রাউন্ড রাইফেলের গুলি, ১৯ রাউন্ড শটগানের গুলি উদ্ধার করা হয়। গুলির গায়ে ‘মেইড ইন পাকিস্তান’ লেখা রয়েছে।

পুলিশের পল্টন থানার পরিদর্শক (তদন্ত) কাজী শাহেদুজ্জামান গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন।

তবে এ ঘটনায় কাউকে আটক করা সম্ভব হয়নি বলে জানান তিনি। গুলি ও গ্রেনেড কোথা থেকে এলো তা তদন্ত করে দেখা হচ্ছে বলেও জানান পুলিশের এ কর্মকর্তা।

Bootstrap Image Preview