ফরিদপুরের নগরকান্দা উপজেলা পরিষদ নির্বাচনে আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী কাজী শাহ জামাল বাবুলের পক্ষে উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে।
শনিবার বিকালে উপজেলার কাইচাইল ইউনিয়নের কাইচাইল মাদ্রাসা মাঠে এ উঠান বৈঠক অনুষ্ঠিত হয়। উঠান বৈঠকে নেতাকর্মী ও এলাকাবাসীর উপস্থিতিতে এক পর্যায়ে জনসভায় পরিণত হয়।
কাইচাইল ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ইউনুস সরকারের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক কবির হোসেন ঠাণ্ডুর সঞ্চালনায় এ সময় উপস্থিত ছিলেন কেন্দ্রীয় আওয়ামী লীগের উপ কমিটির সাবেক যুগ্ম-সম্পাদক ও বিদ্রোহী প্রার্থী কাজী শাহ জামাল বাবুল, উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি ওয়াহিদুল বারী আলম, সহসভাপতি ও ইউপি চেয়ারম্যান কাজী আবুল কালাম, সাংগঠনিক সম্পাদক জাহিদুর রহমান সুইট, সহ দপ্তর সম্পাদক ও ইউপি চেয়ারম্যান তালুকদার আরিফুর রহমান পথিক, যুব ও ক্রীড়া সম্পাদক ইউপি চেয়ারম্যান আরিফ হোসেন, উপজেলা যুবলীগের সভাপতি ও ইউপি চেয়ারম্যান মিজানুর রহমান, কাইচাইল ইউনিয়নের সাবেক চেয়ারম্যান জিন্নাহ সরদার, উপজেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক সুলতান মাহমুদ মন্টু, নগরকান্দা পৌর কাউন্সিলর দেলোয়ার হোসেন দুলু, এম আই আজাদ সহ স্থানীয় অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ।