কবি আল মাহমুদের প্রথম জানাজা বাদ জোহর বাইতুল মোকাররমে অনুষ্ঠিত হবে। কেন্দ্রেীয় শহীদ মিনারে সর্বস্তরের মানুষের শ্রদ্ধা জানানোর পর পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হবে।
শুক্রবার রাত ১১টা ৫ মিনিটে রাজধানীর ইবনে সিনা হাসপাতালে মারা যান। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮২ বছর। তিনি নিউমোনিয়াসহ বার্ধক্যজনিত নানা জটিলতায় ভুগছিলেন।
গত ৯ ফেব্রুয়ারি রাতে গুরুতর অসুস্থ অবস্থায় কবিকে ধানমন্ডির ইবনে সিনা হাসপাতালের আইসিইউতে ভর্তি করা হয়। ওই দিন ইবনে সিনা হাসপাতালে তাঁকে প্রথমে সিসিইউতে ও পরে আইসিইউতে নেওয়া হয়। গতকাল (শুক্রবার) তাকে আজ ‘লাইফ সাপোর্ট’ দেওয়া হয়।