Bootstrap Image Preview
ঢাকা, ০৯ রবিবার, ফেব্রুয়ারি ২০২৫ | ২৭ মাঘ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

কবি আল মাহমুদের প্রথম জানাজা বাদ জোহর বাইতুল মোকাররমে

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ১৬ ফেব্রুয়ারী ২০১৯, ১০:১৪ AM
আপডেট: ১৬ ফেব্রুয়ারী ২০১৯, ১০:১৪ AM

bdmorning Image Preview


কবি আল মাহমুদের প্রথম জানাজা বাদ জোহর বাইতুল মোকাররমে অনুষ্ঠিত হবে। কেন্দ্রেীয় শহীদ মিনারে সর্বস্তরের মানুষের শ্রদ্ধা জানানোর পর পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হবে।

শুক্রবার রাত ১১টা ৫ মিনিটে রাজধানীর ইবনে সিনা হাসপাতালে মারা যান। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮২ বছর। তিনি নিউমোনিয়াসহ বার্ধক্যজনিত নানা জটিলতায় ভুগছিলেন।

গত ৯ ফেব্রুয়ারি রাতে গুরুতর অসুস্থ অবস্থায় কবিকে ধানমন্ডির ইবনে সিনা হাসপাতালের আইসিইউতে ভর্তি করা হয়। ওই দিন ইবনে সিনা হাসপাতালে তাঁকে প্রথমে সিসিইউতে ও পরে আইসিইউতে নেওয়া হয়। গতকাল (শুক্রবার) তাকে আজ ‘লাইফ সাপোর্ট’ দেওয়া হয়।

Bootstrap Image Preview