Bootstrap Image Preview
ঢাকা, ২৪ সোমবার, মার্চ ২০২৫ | ১০ চৈত্র ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

ইজতেমায় ৪ মুসল্লির মৃত্যু

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ১৫ ফেব্রুয়ারী ২০১৯, ১০:৩১ AM
আপডেট: ১৫ ফেব্রুয়ারী ২০১৯, ১০:৩১ AM

bdmorning Image Preview
সংগৃহীত


ফজরের নামাজের পর আমবয়ানের মধ্য দিয়ে টঙ্গীতে শুরু হয়েছে বিশ্ব ইজতেমা। এবারের ইজতেমায় যোগ দিয়ে হৃদরোগে আক্রান্ত হয়ে আরও দুই মুসল্লির মৃত্যু হয়েছে। তারা হলেন- ফেনীর সফিকুর রহমান (৫৮) এবং কুষ্টিয়ার মো. সিরাজুল ইসলাম (৬৫)।

বিশ্ব ইজতেমার মাসলেহাল জামাতের জিম্মাদার জানান, শুক্রবার ভোর পৌনে ৫টার দিকে সফিকুর রহমান এবং বৃহস্পতিবার দিবাগত রাত ২টার দিকে সিরাজুল ইসলাম মারা গেছেন।

চিকিৎসকের বরাত দিয়ে তিনি জানান, তারা দু’জনেই হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান।

উল্লেখ্য, এর আগে ১৪ ফেব্রুয়ারি বৃহস্পতিবার দুপুরে নাটোরের মো. আলী (৫৫) এবং ১৩ ফেব্রুয়ারি বুধবার দিবাগত রাত ৩টার দিকে ব্রাহ্মণবাড়িয়ার আব্দুল জব্বার (৪০) একইভাবে মারা যান। তাদের লাশ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে। এ নিয়ে গত দুই দিনে চারজন মুসল্লির মৃত্যু হলো।

Bootstrap Image Preview