Bootstrap Image Preview
ঢাকা, ০৯ শুক্রবার, মে ২০২৫ | ২৬ বৈশাখ ১৪৩২ | ঢাকা, ২৫ °সে

হাসপাতালে ভর্তি শাবানা আজমি

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ১৫ ফেব্রুয়ারী ২০১৯, ১০:২৮ AM
আপডেট: ১৫ ফেব্রুয়ারী ২০১৯, ১০:২৮ AM

bdmorning Image Preview


সোয়াইন ফ্লুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন বলিউড অভিনেত্রী শাবানা আজমি। চিকিৎসকরা জানিয়েছেন, এখন ঝুঁকিমুক্ত আছেন তিনি। তবে বেশ কিছুদিন বিশ্রামে থাকতে হবে তাকে। চিকিৎসকের পরামর্শে বর্তমানে মুম্বাইয়ের একটি হাসপাতালে ভর্তি আছেন এই অভিনেত্রী।

শাবানা আজমি বলেন, ‘বিছানায় শুয়ে-বসে সময় কাটানোর সুযোগই পাই না। সোয়াইন ফ্লুতে আক্রান্ত হয়ে একটু জোর করেই বিছানায় যেতে হচ্ছে।’

তিনি আরও বলেন, ‘আমি আসলে সোয়াইন ফ্লু সম্পর্কে অবগত না। তবে আমি ধীরে ধীরে সুস্থ অনুভব করছি।’

উল্লেখ্য, শাবানা দীর্ঘদিন ধরেই তার বাবার (কাইফি আজমি) কবিতার বই নিয়ে কাজ করছেন। বর্তমান প্রজন্মের কাছে তার বাবার সৃষ্টিকর্মগুলো নতুন করে পৌঁছে দেওয়ার লক্ষ্যে নিরলসভাবে কাজ করছেন তিনি। ‘অঙ্কুর’, ‘মৌসুম’, ‘আর্থ’, ‘নীরজা’, ‘মাকদি’ ছাড়াও বেশ কিছু জনপ্রিয় বলিউড সিনেমাতে অভিনয় করেছেন শাবানা আজমি।

Bootstrap Image Preview