Bootstrap Image Preview
ঢাকা, ১৪ বুধবার, মে ২০২৫ | ৩১ বৈশাখ ১৪৩২ | ঢাকা, ২৫ °সে

রাহুলকে চুমু কংগ্রেস নারী কর্মীদের

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ১৫ ফেব্রুয়ারী ২০১৯, ১০:১৪ AM
আপডেট: ১৫ ফেব্রুয়ারী ২০১৯, ১০:১৪ AM

bdmorning Image Preview
সংগৃহীত


ভালবাসব আর চুমু খাব না, তাই কখনও হয়? ঠিক এমন মনোভাব নিয়েই রাহুল গান্ধীর দিকে এগিয়ে গেলেন তাঁর এক অনুরাগী। আর কংগ্রেস সভাপতি কিছু বুঝে ওঠার আগেই দেশের এলিজিবল ব্যাচেলারের গালে ভালবাসার চিহ্ন এঁকে দিলেন।ভ্যালেন্টাইনস ডে-তে ভালবাসা ছুঁয়ে গেল রাজনীতির রুক্ষ মঞ্চও। ভোটের গরম আবহ শীতল হয়ে উঠল মোদির রাজ্য গুজরাটে। দেশের সবচেয়ে কাঙ্খিত পুরুষকে সামনে পেয়ে চুমু খেয়ে বসলেন এক কংগ্রেস কর্মী।

কংগ্রেসের সভাপতি রাহুল গান্ধী গুজরাটের ভালসাডের একটি সভায় যোগ দিয়েছিলেন। মাঠ ভর্তি সমর্থক। এর মধ্যে অনেক নারীই রাহুলকে এক ঝলক দেখার জন্য বহু দূর থেকে এসেছেন।

প্রখর রোদের মধ্যেও রাহুলের জন্য অপেক্ষা করেছেন তারা। নির্ধারিত সময়েই রাহুল মঞ্চে ওঠেন। তাকে দু'চোখ ভরে দেখছিলেন সমর্থকরা। রাহুলে মগ্ন সবাই। এমন সময় আচমকাই ছন্দপতন হলো। মঞ্চে কংগ্রেস সভাপতিকে ফুলের মালা এবং পুস্পস্তবক নিয়ে হাজির হন পাঁচ নারী।

তাদের মধ্যে গোলাপি শাড়ি পরা এক নারী যেন একটু বেশিই উৎসাহী হয়ে পড়েছিলেন। ফুল হাতে রাহুলের কাছে পৌঁছেই তাকে জড়িয়ে ধরেন তিনি। রাহুল কিছু বুঝে ওঠার আগেই মুখ কাছে টেনে নিয়ে চুমু খেয়ে বসেন তিনি।

তবে ওই নারী কর্মীকে সরিয়ে দেননি রাহুল। ভালবাসার দিনে ভালবাসার বহিঃপ্রকাশ সানন্দেই গ্রহণ করেছেন কংগ্রেস সভাপতি। রাহুল বাঁধা দিচ্ছেন না দেখে তাকে জড়িয়ে ধরে বেশ কিছুক্ষণ দাঁড়িয়ে ছিলেন ওই নারী। সেই সুযোগে মঞ্চে উঠে আসা অন্য নারী কর্মীরাও তাকে জড়িয়ে ধরে অভ্যর্থনা জানান।

Bootstrap Image Preview