সোহরাওয়ার্দী মেডিকেলে আগুন লাগার ঘটনায় এক শিশু রোগী নিহত হয়েছে।
প্রাথমিকভাবে খোজ নিয়ে জানা যায়, শরীয়তপুর থেকে শুক্রবারে লিভারের অসুখের চিকিৎসা নিতে ঢাকা সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ ও হাসপাতলে ১১ নাম্বার ওয়ার্ডের ২৬ নাম্বার বেডে ভর্তি হয়েছিলো সাত মাসের শিশু তরিকুল।
ছেলের মৃত্যুতে পাগল প্রায় মা সালমা বেগম বিলাপ করতে করতে বলেন, ঢাকায় বড় হাসপাতালে আসছিলাম বাচ্চারে ভালা করতে, আর বড় হাসপাতাল আমার ছেলেরেই নিয়া গেলো'। যহন আগুন লাগছিলো তহন ডাক্টার আইসা আমার পোলার মুখ থাইকা অক্সিজেন খুইলা নেয়। তারপরে আমার পোলা জোরে একটা নিশ্বাস ছাইড়া মইরা যায়।
উল্লেখ্য, অগ্নীকান্ড পরিদর্শনে এসে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, হাসপাতালের আগুন নিয়ন্ত্রণে। এখন পর্যন্ত তেমন কোন ক্ষয় ক্ষতির ঘটনা ঘটেনি।
এদিকে স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক বলেন, সকল সরকারি ও বেসরকারি হাসপাতালে যেখানে সোহরাওয়ার্দীর রোগীদের নেওয়া হয়েছে সকল জায়গায় তাদের ফ্রি চিকিৎসার নির্দেশনা দেওয়া হয়েছে। এছাড়াও এ্যাম্বুলেন্সগুলোকেও ফ্রি সেবা দেওয়ার নির্দেশনা দেওয়া হয়েছে। এ ঘটনায় কোন হতাহতের ঘটনা ঘটেনি বলেও জানান তিনি।